আজকের শিরোনাম :

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল ওয়েস্ট উন্ডিজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে প্রথম টেস্টে ৩৮১ রানের বড় ব্যবধানে হার মেনেছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ ছিল ইংল্যান্ডের। কিন্তু সেটি হলো কই? দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হার মেনেছে ইংলিশরা। তাতে ৩ ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১৮৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৩০৬ রান। তাতে লিড পায় ১১৯ রানের। এই রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। বিনা উইকেটে ৩৫ রান তোলা ইংল্যান্ড ১৩২ রানে যেতেই অলআউট! তাতে জয়ের জন্য উইন্ডিজের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ১৪ রান। সেই রান তারা কোনো উইকেট না হারিয়েই তুলে নেয়।
 
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইংল্যান্ডের কেউ-ই সুবিধা করতে পারেননি। জস বাটলার সর্বোচ্চ ২৪ রান করেন। জো ডেনলি ১৭ ও ররি বার্নস করেন ১৬টি রান। কেমার রোচ ও অধিনায়ক জ্যাসন হোল্ডার ৪টি করে উইকেট নেন। বাকি দুটি উইকেট নেন তৃতীয় দিন সকালে মায়ের মৃত্যুর খবর পাওয়া আলজারি জোসেফ।

দুই ইনিংসে ৪টি, ৪টি করে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ