আজকের শিরোনাম :

বোর্নমাউথের মাঠে লজ্জার হার চেলসির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১১:৪৬

চেলসির জার্সিতে অভিষেকের রাতটা ভুলে যেতে চাইবেন গঞ্জালো হিগুয়েইন। প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রথম ম্যাচে বিব্রতকর এক হার সঙ্গী করেছে চেলসি। বোর্নমাউথের মাঠে ৪-০ গোলে হেরেছে ‘ব্লুজ’রা।

২২ বছর পর প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে চার গোলের ব্যবধানে হারল চেলসি। সবশেষ ১৯৯৬ সালের সেপ্টেম্বরে লিভারপুলের কাছে তারা হেরেছিল ৫-১ গোলে।

বুধবার রাতে ম্যাচের প্রথমার্ধ শেষে বোঝার উপায় ছিল না চেলসি এক হালি গোল হজম করতে যাচ্ছে! দুই দল বিরতিতে গিয়েছিল গোলশূন্য স্কোরলাইন রেখে।

বিরতির পর শুরুতেই (৪৭ মিনিট) বোর্নমাউথকে এগিয়ে দেন জসুয়া কিং। ৬৩ মিনিটে তার বাড়ানো বল থেকেই স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড ব্রোকস।

এর পর ৭৪ মিনিটে কিং পূর্ণ করেন জোড়া গোল, স্কোরলাইন হয়ে যায় ৩-০। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে চেলসির কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন চার্লি ড্যানিয়েল।

এ হারের পর ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চেলসি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দশে বোর্নমাউথ। ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ