আজকের শিরোনাম :

যুব অলিম্পিকের টিকেট পেল বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ১১:৫৩

ঢাকা, ২৮ মে, এবিনিউজ : থাইল্যান্ডে অনুষ্ঠিত বাছাই পর্বে সেরা দুইয়ে থেকে যুব অলিম্পিকের মূল পর্বে উঠার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। তবে এপ্রিলে অনুষ্ঠিত আসরে তৃতীয় স্থানে থেকে শেষ করার কৃতিত্ব দেখায় লাল-সবুজের যুবারা। আর সেই তৃতীয় হওয়াটাই ভাগ্য দিয়েছে বাংলাদেশের যুবাদের। আয়োজকরা সেরা দুটি দেশের সঙ্গে এশিয়া অঞ্চলে বাছাই পর্ব থেকে তৃতীয় হওয়া দলকে আর্জেন্টিনার মূল পর্বে খেলার যোগ্যতা দিয়েছে।

অক্টোবরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিকের আসর। মোট ১২টি দেশ খেলবে এই আসরে। আর্জেন্টিনা খেলবে স্বাগতিক হিসেবে। আর পাঁচটি মহাদেশীয় বাছাই পর্ব থেকে সেরা দুটি করে দল পাচ্ছে মূল পর্বের টিকিট। এশিয়া থেকে অবশ্য সেরা তিনটি দল পাচ্ছে বলে বাংলাদেশের ভাগ্য খুলল।

থাইল্যান্ডে এশিয়া অঞ্চলের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। রানার্স আপ হয় মালয়েশিয়া। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় হয় বাংলাদেশ। ২০১৪ সালে চীনের নানজিনে অনুষ্ঠিত গেমসে বাংলাদেশ খেলেছিল অবশ্য বাছাইপর্বে রানার্সআপ হয়ে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ