আজকের শিরোনাম :

ফের হারল খুলনা টাইটান্স

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১৮:১০

ফের হারের স্বাদ পেল মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্স। এটি এ আসরে খুলনার সপ্তম হার।  টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভার লড়াই করে ৬ উইকেটে ১৮১ রান তুলতে সক্ষম হয় খুলনা।  জবাবে ৪ উইকেট হারিয়ে ১৯ ওভার তিন খেলে ১৮৩ রান করে জয় তুলে নেন মাশরাফির রংপুর।  এ ম্যাচে হারার মাধ্যমে বিপিএল থেকে খুলনার বিদায় নিশ্চিত হলো।

জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় রংপুর। এদিন ভিন্ন চিত্রে দেখা যায় দুই ওপেনারকে। ধরে খেলেন ক্রিস গেইল। আর মেরে খেলেন অ্যালেক্স হেলস। ক্যারিবীয় হিটার গ্রহণ করেন ধীরে চলো নীতি। সেখানে রীতিমতো তাণ্ডব চালান ইংলিশম্যান। মুড়ি-মুড়কির মতো চার-ছক্কা হাঁকাতে থাকেন তিনি। এতে মাত্র ৭ ওভারেই ৭০ রান তুলে ফেলে উত্তরবঙ্গের দলটি।

দুর্দান্ত খেলতে খেলতে আচমকা থেমে যান হেলস। ইয়াসির শাহর বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে খেলেন ২৯ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৫ রানের বিধ্বংসী ইনিংস। এতে জয়ের ভিত পেয়ে যায় রংপুর। পরে ক্রিজে এসে গ্যালারি তাতিয়ে দেন এবি ডি ভিলিয়ার্স।  খুলনা বোলারদের কোপাতে থাকেন তিনি।  বাছবিচারহীনভাবে ভালো বলেও কোপ দাগান এ প্রোটিয়া।  ফলে জয়ের দিকে ধাবিত হতে থাকে দল। তবে ২৫ বলে ৩ চারের বিপরীতে ৪ ছক্কায় ৪১ রানের মারকাটারি ইনিংস খেলে তিনি ফিরলে রানের চাকা মন্থর হয়ে যায়।

১৭তম ওভারে মাহমুদুল্লাহর এক ওভারে হাঁকালেন তিনটি ছক্কা। শেষ পর্যন্ত ৪০ বলে করলেন ৫৫ রান। ১৯তম ওভারে জুনায়েদ খানের বলে সীমানায় ক্যাচ দেয়ার আগে দলকে অবশ্য জয়ের বন্দরে রেখে যান তিনি।

শেষ ওভারে দরকার ৬ রান, এমন সমীকরণে প্রথম বলেই মিঠুনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন ইয়াসির শাহ। সমীকরণ দাঁড়ায় ৫ বলে ৬। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা রুশোকে থামাবার সাধ্য কার! তৃতীয় বলে ছক্কা হকিয়েই জয় তুলে নেন তিনি।

এর আগে প্রথম লেগে হারের প্রতিশোধ নিতে রংপুর রাইডার্সের সামনে বড় সংগ্রহ দাঁড় করায় খুলনা টাইটান্স।  মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ওভারেই খুলনার ইনিংসে আঘাত হানেন নিজেই। ৫ রানে ওপেনার আল-আমিনকে ফেরান উইকেটের পেছনে মোহাম্মদ মিঠুনের গ্লাভসবন্দি করে। জুনায়েদ সিদ্দিকীকেও বেশি দূর যেতে দেননি ফরহাদ রেজা। নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ব্রেন্ডন টেইলর।  ৩২ রানে টেইলর ফিরে যান। হিসেবি ব্যাটিং করা শান্ত ২ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন। ২০ বলে ২৯ রান করে ফরহাদ রেজার তৃতীয় শিকারে পরিণত হন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

শেষ দিকে খুলনার রানের চাকা টেনে ধরেন ফরহাদ রেজা। ১৬তম ওভারে শান্ত এবং মাহমুদুল্লাহকে ফেরানোর পর ১৯তম ওভারের শুরুতেই ফেরান আরিফুলকে। তবে ডেভিড ওয়াইসি ঝড় তুলে সেটা পুষিয়ে নেন।

বল হাতে মাশরাফিও ছিলেন দুর্দান্ত।  চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে একটি উইকেট তুলে নেন মাশরাফি।  আর ফরহাদ রেজা ৪ ওভারে ৩২ রান দিয়ে শিকার ৪ উইকেট।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ