আজকের শিরোনাম :

টস হেরে ব্যাট করছে চিটাগং ভাইকিংস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

সিলেট পর্বের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে চিটাগং ভাইকিংস।  এ ম্যাচে টস জিতে খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ চিটাগং ভাইকিংসকে ব্যাট করার আমন্ত্রণ জানান।

শেষ খবর পাওয়া পর্যন্ত  ভালই খেলছেন ভাইকিংসের দই ওপেনার আহমেদ শেহজাদ ও ক্যামেরুন ডেলপোর্ট।  শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ২ ওভার শেষে ৮ রান। আহমেদ শেহজাদ ৬ বলে ২ রান ও ক্যামেরুন ডেলপোর্ট ৬ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন।

এবারের বিপিএলে ভাগ্যের কাছে অসহায় খুলনা টাইটান্স।  চলতি আসরে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৫টিতেই হেরে টেবিলের তলানিতে আছে মাহমুদুল্লাহর দল।  বেশ কয়েকটি ম্যাচের শেষ ওভারে হেরে গেছে টাইটানরা।  গেল ম্যাচে ব্যাটে-বলে ভালো খেলেও, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে হেরেছে খুলনা।  এবার তারা মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংসের।

আসরে দুদলের আগের দেখায়ও নাটকীয়ভাবে জয় পেয়েছিল মুশফিকের চিটাগাং। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পায় ভাইকিংরা। চার ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের তিনে আছে মুশফিকের দল। অন্যদিকে দেয়ালে পিঠ ঠেকে গেছে টাইটানদের। সুপার ফোরের লড়াইয়ে ফিরতে হলে জিততেই হবে রিয়াদ বাহিনীকে।

চিটাগং ভাইকিং একাদশ: মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, দাসুন সানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আবু জায়েদ।

খুলনা টাইটান্স একাদশ: জুনায়েদ সিদ্দিকী, পল স্টার্লিং, ব্রেন্ডন টেইলর, মাহমুদুল্লাহ রিয়াদ, রারিফুল হক, ডেভিড ওয়াইসি, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, শুভাশিষ রয়।


এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ