আজকের শিরোনাম :

অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট নিয়ে চাহালের রেকর্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:৩৭

প্রথম দুই ম্যাচে একাদশে সুযোগ পাননি। সিরিজে প্রথমবার খেলতে নামলেন আজ শেষ ম্যাচে এসে। আর নেমেই যুজবেন্দ্র চাহাল গড়লেন ইতিহাস।

মেলবোর্নে আজ শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে চাহালের লেগ স্পিনের ভেলকিতে ২৩০ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। কুলদীপ যাদবের জায়গায় সুযোগ পাওয়া চাহাল ১০ ওভারে ৪২ রানে নিয়েছেন ৬ উইকেট।

প্রথম কোনো স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন চাহাল। পেস-স্পিন মিলিয়েও অস্ট্রেলিয়ার মাটিতে সেরা বোলিং এটি। চাহাল স্পর্শ করেছেন তার স্বদেশি অজিত আগারকারের রেকর্ড। ২০০৪ সালে এ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক ভারতীয় পেসারও ৪২ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

অস্ট্রেলিয়ায় সেরা বোলিংয়ের প্রথম ৩টিই অবশ্য মেলবোর্নে। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ৪৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ২০১১ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের ৪৫ রানে ৬ উইকেট আছে তালিকায় চতুর্থ স্থানে।

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ২৭ রানের মধ্যেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও অ্যালেক্স ক্যারির উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ৭৩ রানের একটা জুটি গড়েছিলেন উসমান খাজা ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শন মার্শ। নিজের প্রথম ওভারেই চার বলের মধ্যে এই দুজনকে ফিরিয়ে শুরুটা করেন চাহাল। লেগ সাইডের বাইরে ওয়াইড বলে মার্শ হয়েছেন স্টাম্পড। বোলারকে ফিরতি ক্যাচ দেন খাজা।

নিজের চতুর্থ ওভারে এসে মার্কাস স্টয়নিসকে স্লিপে রোহিত শর্মার ক্যাচে পরিণত করেন চাহাল। ২৮ বছর বয়সি লেগ স্পিনার ছয় ওভারের প্রথম স্পেলে ৩১ রানে নেন ৩ উইকেট। দ্বিতীয় স্পেলের শেষ তিন ওভারের প্রতিটিতে নিয়েছেন একটি করে উইকেট। তাতেই নাম তুলেছেন রেকর্ড বুকে।

অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান করেছেন পিটার হ্যান্ডসকম্ব। তিনিও চাহালের শিকার। চাহালের ৬টি ছাড়া দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি নিয়েছেন ২টি করে উইকেট।

দেড় দশক আগে আগারকারের ৬ উইকেট নেওয়ার ম্যাচে ২৮৯ রান তাড়ায় ভারত হেরেছিল ১৮ রানে। এবার চাহালের রেকর্ড গড়া ম্যাচ জিততে ভারতকে করতে হবে মাত্র ২৩১ রান। আগের ম্যাচে ২৯৯ রান তাড়ায় ৬ উইকেটে জেতা ভারতের জন্য ২৩১ রান কঠিন হওয়ার কথা নয়। এই ম্যাচ জিতলে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও জিতবে বিরাট কোহলির দল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ