আজকের শিরোনাম :

জয়রথ ছুটছেই ঢাকা ডায়নামাইটসের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ১০:৫৬

লক্ষ্যটা বড়, তবে অসম্ভব নয়। ঢাকা ডায়নামাইটসের ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই যে বিপর্যয়ে পড়েছিল সিলেট সিক্সার্স তা আর কাটিয়ে উঠতে পারেনি। ফলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নাসির-সাব্বিরের সিলেটকে। বিপিএলের এ ম্যাচে ঢাকা জিতেছে ৩২ রানের ব্যবধানে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ঢাকা ডায়নামাইটস। তবে শুরুটা ভালো হয়নি তাদের। প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট হারায় তারা। ওপেনার আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই ৪ রান করে পাকিস্তানী সোহেল তানভীরের শিকার হয়ে মাঠ ছাড়েন।

তবে পরের ৩ ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন ২৫, রনি তালুকদার ৫৮ ও অধিনায়ক সাকিব আল হাসান ২৩ রান করেন। এতে ৪ উইকেটে ১১৭ রানে পৌঁছে যায় ঢাকা। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের দুই বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল ব্যর্থ হলেও ঢাকা বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যায়। তবে শেষদিকে উইকেটরক্ষক নুরুল হাসানের ১০ বলে অপরাজিত ১৮ ও অভিষেক ম্যাচ খেলতে নামা মোহাম্মদ নাইমের ২৩ বলে অপরাজিত ২৫ রানে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় ঢাকা।

সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদ ৩৮ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে নেমে হোচট খেতে থাকে সিলেট সিক্সার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। একপর্যায়ে ৭ উইকেটে ৭৫ রানে পরিণত হয় দলটি। অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৭, উইকেটরক্ষক লিটন দাস ৯, আফিফ হোসেন ৪, নাসির হোসেন ১, সাব্বির রহমান ১২, অলক কাপালি ২ ও সোহেল তানভীর ৭ রান করে ফিরেন। তাই দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে সিলেট।

কিন্তু এ অবস্থায় ব্যাট হাতে একাই লড়াই শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ছক্কার বন্যা বইয়ে দেন মিরপুরে। ৯টি ছক্কা মেরেছেন তিনি। সঙ্গে ছিল মাত্র ১টি চার। ৪৭ বলে ৭২ রানের ঝকমকে ইনিংস খেলেন পুরান। তার বিদায়ের পর ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান পর্যন্ত যেতে পারে সিলেট সিক্সার্স। ঢাকার রুবেল হোসেন ২২ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ঢাকার রনি তালুকদার।

৪ খেলায় ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। ৩ খেলায় ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে সিলেট।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ