আজকের শিরোনাম :

আফ্রিদির ঘুর্ণিতে অল্পতেই আটকে গেল রাজশাহী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

কুমিল্লা ভিক্টোরিয়ন্সের সামনে মামুলি লক্ষ্য দাঁড় করিয়েছে রাজশাহী কিংস। শহীদ আফ্রিদির বোলিং তাণ্ডবে মাত্র ১২৪ রান তুলতে সক্ষম হয়েছে মেহেদী মিরাজের দল।

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্মিথের পরিবর্তে দলের দায়িত্ব পাওয়া ইমরুল কায়েস। এদিন ওপেনিংয়েই ব্যাট হাতে নেমে পড়েন রাজশাহী অধিনায়ক মেহেদী মিরাজ। তবে শুরু থেকেই অসুবিধায় পড়ে রাজশাহী। দলীয় ২০ রানে ফেরেন মাত্র ৩ রান করা মুমিনুল হক।

একপাশ থেকে মেহেদী মিরাজ রানের চাকা সচল রাখলেও সৌম্য সরকার ফেরেন শূন্য রানে। তাকে বোল্ড করেন মোহাম্মদ সাইফুদ্দিন। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজও ইনিংস বড় করতে পারেননি। ১৬ রানে তিনি ফেরেন লিয়াম ডসেনের বলে। এরপর আফ্রিদির ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয়ে যায় রাজশাহীর মিডল অর্ডার। অষ্টম ওভারে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লিউ করার পরের বলেই একই ফাঁদে ফেলেন ল্যারি ইভান্সকে। ফজলে মোহাম্মদ রানআউট হয়ে ফেরার পর কয়েস আহমেদকে বোল্ড করেন আফ্রিদি।

৬ ওভারে ২ উইকেটে ৫৩ রান তোলা রাজশাহী ৭ উইকেট হারায় ৬৩ রানে। তবে পঞ্চম উইকেটে নামা উইকেটকিপার জাকির হাসানের লড়াকু ২৭ এবং ইসুরু উদানার ৩২ রানে ভর করে লজ্জা এড়ায় রাজশাহী।

বল হাতে নিজের কোটার ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন শহীদ আফ্রিদি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ