আজকের শিরোনাম :

মেসি-রোনালদোর সঙ্গে সালাহর তুলনায় আপত্তি রামোসের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ১৯:৪৫

ঢাকা, ২৬ মে, এবিনিউজ : মোহামেদ সালাহকে দারুণ খেলোয়াড় মানলেও এখনই লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদোর পর্যায়ে পৌঁছাতে লিভারপুল ফরোয়ার্ডকে অনেকটা পথ পাড়ি দিতে হবে বলে মনে  করেন সের্হিও রামোস।

খেলার ধরনের জন্য মেসির সঙ্গে সালাহর তুলনা করছেন অনেকেই। শনিবার ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্জেন্টাইন ফরোয়ার্ডের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রোনালদোর বিপক্ষে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন এই মিশরীয়। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মধ্যে শিরোপা লড়াই।

রামোসের মতে, ক্রিস্তিয়ানো বা মেসির সঙ্গে অন্য খেলোয়াড়দের তুলনা...তারা ভিন্ন কক্ষপথের। অবশ্যই সালাহ দারুণ একজন খেলোয়াড়। প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে, তারা যদি ক্রিস্তিয়ানোর সাথে তুলনা করতে চায়, করতে পারে। সালাহ কি করতে পারে তা দেখানোর জন্য আরেকটা সুযোগ পাচ্ছে আগামীকাল । সে ক্রিস্তিয়ানো বা মেসির মতো ভালো তা প্রমাণের জন্য তার সামনে আরও অনেক মৌসুম আছে।


এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ