সোসিয়াদের বিপক্ষে রিয়ালের লজ্জার হার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ১১:২০

বছরের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এর তিন দিন পরই লা লিগায় বছরের প্রথম হারের তিক্ত স্বাদ পেল দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।

ম্যাচের মাত্র ২ মিনিট যেতেই পেনাল্টি পায় সোসিয়েদাদ। ডি-বক্সের মধ্যে মিকেল মেরিনোকে ফাউল করেন কাসেমিরো। উইলিয়ান হোসে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করে অতিথিদের এগিয়ে দেন।

রিয়ালের জন্য আরও বাজে অভিজ্ঞতা অপেক্ষা করছিল। ৬১ মিনিটে মেরিনোকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লুকাস ভাসকেস।

তবে ভিনিসিয়াস জুনিয়রে ভর করে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ১০ জনের রিয়াল। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি। বরং বদলি নামার কিছুক্ষণ পরই উইলিয়ানের ক্রসে রুবেন পারদোর লক্ষ্যভেদী হেডে আরেকবার ধাক্কা খায় রিয়াল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৭ মিনিট বাকি থাকলেও রিয়াল নাটকীয় কিছু করতে পারেনি।

এ হারে ১৮ ম্যাচ শেষে রিয়ালের প্রাপ্তি ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সার (৩৭) সঙ্গে তাদের ব্যবধান ৭ পয়েন্টের। সোসিয়েদাদ ২২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১১ নম্বরে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ