আজকের শিরোনাম :

বছরের প্রথম সেঞ্চুরি গাপটিলের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:৩৮

চলতি বছর ক্রিকেটে অঙ্গনে ব্যাট হাতে প্রথম সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। মাউন্ট মঙ্গানুইয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১১টি চার ও ৫টি ছক্কায় ১৩৯ বলে ১৩৮ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। গাপটিলের সেঞ্চুরির সুবাদে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান করেছে নিউজিল্যান্ড।

ওপেনার হিসেবে খেলতে নেমে ইনিংসের ৪৩তম ওভার পর্যন্ত ব্যাট করেন গাপটিল। শ্রীলংকার মিডিয়াম পেসার থিসারা পেরেরার বলে আউট হবার আগে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ও শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান গাপটিল।

গেল বছরের প্রথম মাসে ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন গাপটিল। এ বছরের শুরুতেও তিন অংকের স্বাদ নিলেন তিনি। অবশ্য গত বছরের সেঞ্চুরি পর আজ এসে প্রথমবারের মত তিন অংকে পা দিলেন গাপটিল। এর মাঝে মাত্র ৫টি ওয়ানডে খেলেছেন তিনি। ইনজুরির কারনে গেল বছর বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন গাপটিল।

গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। সেটি ছিলো টি-২০ ফরম্যাটে। ৩ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ৩টি চার ও ১০টি ছক্কায় ৫৩ বলে ১০৪ রান করেন মুনরো।

গত বছর দ্বিতীয় সেঞ্চুরিটি করেছিলেন অস্ট্রেলিয়ার উমসান খাজা। টেস্ট ফরম্যাটে ৪ জানুয়ারি সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৮টি চার ও ১টি ছক্কায় ৩৮১ বলে ১৭১ রান করেন খাজা।

টি-২০ ও টেস্টের পর ওয়ানডেতে এবং গেল বছরের তৃতীয় সেঞ্চুরিটি এসেছিল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৬ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ওয়েলিংটনে ৮টি চার ও ১টি ছক্কায় ১১৭ বলে ১১৫ রান করেন উইলিয়ামসন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ