আজকের শিরোনাম :

যেভাবে মিলবে বিপিএলের টিকিট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ২০:০২

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংসের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। টিকিট ছাড়া হবে বৃহস্পতিবার থেকে।

কোথায় আর কেমন দামে মিলবে বিপিএলের টিকিট?

এবার ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের ভেন্যুতে হবে বিপিএল। স্টেডিয়াম সংলগ্ন স্থান ছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অনলাইন ব্যাংকিং ইউক্যাশ এবং সহজডটকমে পাওয়া যাবে বিপিএলের টিকিট।

সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা, ছাউনিবিশিষ্ট গ্যালারি ৩০০, ক্লাব হাউজ ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ২,০০০ টাকা।

সশরীরে তিন ভেন্যুতেই নির্দিষ্ট বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়াও মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়াম ও সিলেটের জেলা স্টেডিয়ামে পাওয়া যাবে বিপিএলের টিকিট।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ