আজকের শিরোনাম :

প্রোটিয়াদের পেস তোপে তৃতীয় দিনেই পাকিস্তানের হার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৪

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। 

দুয়ানে ওলিভিয়েরের দাপুটে বোলিংয়ের সামনে টিকতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ১৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৯০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দুই ইনিংস মিলিয়ে ১১ (৬+৫) উইকেট তুলে নিয়েছেন ডান হাতি এই পেসার।

প্রথম ইনিংসে প্রোটিয়ারা ২২৩ রানে অলআউট হয়। ফ্লাফ ডু প্লেসি’র দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ১৪৯ রানের লক্ষ্য দাঁড়ায়। ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান ওপেনার এইডেন মার্করাম (২ বলে  ০ রান) । যদিও দলের হাল ধরেন হাশিম আমলা ও ডিন এলগার। প্রথম উইকেটের জুটিতে এই দুই ব্যাটসম্যান ১১৯ রান যোগ করার পর জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

ক্যারিয়ারের ১৩ তম হাফসেঞ্চুরি তুলে এলগার (১২৩ বলে ৫০ রান) ফিরলেও। অভিজ্ঞ আমলা ক্যারিয়ারের ৪০ তম হাফসেঞ্চুরি তুলে এগিয়ে নিতে থাকেন দলকে। 

উইকেট তোলার পর উদযাপন করছেন দুয়ানে ওলিভিয়ের

শেষ দিকে দ্রুত থিউনিস ডি ব্রুইন (১৫ বলে ১০ রান) ও ডু প্লেসিকে (৬ বলে ০ রান) হারালেও টেম্বা বাভুমাকে নিয়ে (১০ বলে ১৩ রান) অপরাজিত থেকে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান আমলা (১৪৮ বলে ৬৩ রান)।

আগামী ৩ জানুয়ারি কেপ টাউনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হবে ১১ জানুয়ারি জোহানেসবার্গে। 

এবিনিএন/এবিএন/মমিন

এই বিভাগের আরো সংবাদ