আজকের শিরোনাম :

হাবিবুলকে ছাড়িয়ে নেতৃত্ব দেয়ার রেকর্ড মাশরাফির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৪

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড করলেন মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস করতে নেমেই বিরল এক রেকর্ডের স্বাদ নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। এখন পর্যন্ত ৭০টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন ম্যাশ।

ফলে পেছনে পড়ে গেলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। হাবিবুল ৬৯টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

প্রথম ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলে ফেলার পর শুক্রবার বাংলাদেশের জার্সিতে ২০০তম ওয়ানডে খেলতে নেমেছেন অধিনায়ক। তার ক্যারিয়ারে এখন ওয়ানডে ২০২টি, যার মাঝে দুটি আছে এশিয়া একাদশের হয়ে।

লাল-সবুজের জার্সিতে দুইশর মাইলফলকে নাম লেখানোর দিনেই টাইগার অধিনায়ক বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়লেন।

মাশরাফি প্রথমবার নেতৃত্ব পান ২০০৯ সালে। নেতৃত্বের প্রথম টেস্টেই চোট, ছিটকে যাওয়া দল থেকে। ফিরে ওয়ানডেতে প্রথম নেতৃত্ব দেন ২০১০ সাল, ইংল্যান্ড সফরে। পরে আবারও চোট। ফিট হলে নেতৃত্বে ফেরার ডাক আসে আবারও, ২০১৪ সালে। টাইগার ক্রিকেট তখন টানা ব্যর্থতায় নিমজ্জিত। মাশরাফি দায়িত্ব নিয়ে অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখান।

২০১৪ সালের নভেম্বর থেকে ঘরের মাঠে চলা উইন্ডিজ সিরিজের তৃতীয় ওয়ানডে পর্যন্ত ৬৬ ম্যাচের ৬৩টিতে বাংলাদেশের হয়ে টস করেছেন মাশরাফি। বিশ্রাম ও স্লো-ওভার রেটের নিষেধাজ্ঞার কারণে তিনটি ম্যাচে নামতে পারেননি। এ পথে অধিনায়ক হিসেবে সাফল্যে দেশের সবাইকে টপকে গেছেন। ৬৯ ওয়ানডেতে তার নেতৃত্বে জয় এসেছে ৩৯টি। ৬৯ ম্যাচে হাবিবুলের নেতৃত্বে জয় ছিল ২৯টি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ