আজকের শিরোনাম :

মুশফিক-তামিমের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৩ | আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৪

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। চোটে পড়া লিটনের পর দ্রুতই ইমরুল বিদায় নিলে বিপাকে পড়ে দলটি। তবে তামিম ও মুশফিকের ব্যাটে সেই বিপর্যয় কাটিয়ে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম ৩৪ ও মুশফিক ৩৯ রানে অপরাজিত আছেন।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস। আর দলীয় ১৪ রানে ইমরুল কায়েস ৬ বল খেলে নিজের ঝুলিতে কোনো রান না নিয়েই সাজঘরে ফেরেন ওশান টমাসের শিকার হয়ে।  

ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। সিরিজের প্রথম ওয়ানডের সব খেলোয়াড়ই দলে রয়েছেন।

তবে এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের জন্য দারুণ এক কীর্তির ম্যাচ। একসঙ্গে ‘সেঞ্চুরি’ করেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। জাতীয় দলের সঙ্গে একসঙ্গে শততম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছেন তাঁরা।

এই পাঁচ খেলোয়াড় এর আগে একসঙ্গে ৬৯টি ওয়ানডে, ২৯টি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৪৭টিতেই জিতেছে বাংলাদেশ।

এই ম্যাচটির পর বাংলাদেশ দল চলে যাবে সিলেটে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এ ছাড়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর। প্রথম টি-টোয়েন্টি সিলেটে, বাকি দুটি হবে ঢাকায়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ