আজকের শিরোনাম :

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৪

প্রথম ওয়ানডে জিতে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ (মঙ্গলবার) জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। সেই লক্ষ্য নিয়েই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও গাজী টিভিতে।

৫০ ওভারের ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সামনে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি। তবে হেরে গেলেও সিলেটের তৃতীয় ম্যাচে সুযোগ থাকবে। তবে মিরপুরেই কাজটা সেরে রাখার লক্ষ্য মাশরাফিদের।

জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। ২০০৯ সালে প্রথমবার ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। পরের জয়টি এসেছে ঘরের মাঠে ২০১২ সালে। ৫ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। এর পর চলতি বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

সোমবার মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন প্রথম ম্যাচে খেলা সৌম্য সরকার ও ইমরুল কায়েস। মাশরাফি ও মোস্তাফিজুর রহমান এসেছিলেন জিম করতে। বাকিরা ছিলেন বিশ্রামে। একাদশের বাইরের সকল খেলোয়াড়কে নিয়ে ঘাম ঝরিয়েছে টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় ‘উইনিং কম্বিনেশন’ ধরে রাখার পক্ষে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে মাঠে নামতে পারেন মাশরাফিরা। পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। মাঠের ফলাফলেও পরিবর্তন চায় না টিম ম্যানেজমেন্ট। আরেকটি জয়ের অপেক্ষায় গোটা বাংলাদেশ। আরেকটি সিরিজ জয়ের অপেক্ষায়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ