আজকের শিরোনাম :

অজিদের পাল্টা জবাব দিচ্ছে ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১০

সিরিজের প্রথম টেস্টে নেমে ব্যাটিং ব্যর্থতায় ডুবতে বসেছিল ভারত। প্রথম ইনিংসে ঝলমলে সেঞ্চুরিতে সংগ্রহ আড়াইশ ছুঁয়ে দিয়ে ত্রাণকর্তা হন চেতেশ্বর পূজারা। নিজেদের ব্যাটিংয়ের জ্বালার সময়টা এবার অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিচ্ছে সফরকারীরা। সেখানে ট্রাভিস হেডের প্রতিরোধে ব্যবধান কমাতে লড়ছে অজিরা।

শুক্রবার অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে এক উইকেট নিয়ে উইকেটে আসা ভারত আর কোনো রান যোগ না করেই গুটিয়ে যায় ২৫০ রানে। পরে ব্যাটিংয়ে এসে ৭ উইকেটে ১৯১ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

রানের খাতা খুলতে না পারা অ্যারন ফিঞ্চকে ইনিংসের তৃতীয় বলেই বোল্ড করে শুরুটা করেছিলেন ইশান্ত শার্মা। ৫৮ রানের জুটি গড়ে সেই ধাক্কা খানিকটা সামাল দেন অভিষিক্ত মার্কাস হ্যারিস ও উসমান খাজা।

হ্যারিসকে (২৬) বিজয়ের ক্যাচ বানিয়ে তাতে যতি টানেন রবীচন্দ্রন অশ্বিন। খানিকপরে শন মার্শকে (২) বোল্ড করে আজি ইনিংসে চাপ বাড়ান অশ্বিনই।
 
পিটার হ্যান্ডসকম্বকে (৩৪) নিয়ে সেই ধাক্কা সামলানোর চেষ্টায় ছিলেন খাজা। তখন আবারও অশ্বিনের আঘাত। ১২৫ বলে ২৮ করা খাজাকে উইকেটরক্ষক পান্টের গ্লাভসবন্দী করেন এ অফস্পিনার।

ইশান্ত শর্মা আক্রমণে এসে অধিনায়ক টিম পেইনকে (৫) সাজঘরের পথ দেখালে আবারও বিপদে পড়ে স্বাগতিকরা। বুমরাহ তখন প্যাট কামিন্সকে (১০) এলবিডব্লিউ করলে লেজই বেড়িয়ে পড়ে অজি ইনিংসের।

মিডলঅর্ডারে নিঃসঙ্গ লড়াই চালিয়ে অপরাজিত থাকা ট্রাভিস হেড মিচেল স্টার্ককে (৮*) নিয়ে দিনের শেষটুকু পার করেছেন। ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন হেড। ভারত ইনিংসে পূজারা যেমন ত্রাতা ছিলেন, তৃতীয় দিনের সকালে অস্ট্রেলিয়ার জন্য তিনি কতটা ত্রাণকর্তা হতে পারেন সেটির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। প্রথম ইনিংসে এখনও ৫৯ রানে পিছিয়ে আছে অজিরা।

ভারতের সফলতার দিনে ৩ উইকেট নিয়ে সেরা অফস্পিনার অশ্বিন। ২টি করে উইকেট নিয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ইশান্ত ও বুমরাহ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ