আজকের শিরোনাম :

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ | আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫

ঢাকা টেস্টের তৃতীয় দিন ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারল না ক্যারিবীয়রা। ইনিংসের শুরুতেই সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি ফাঁদে পড়ে দিশেহারা হয়ে পড়েছে তারা। শুরুতেই হারিয়েছে উইকেট।

প্রথম ইনিংসের শুরুতেই, অর্থাৎ প্রথম ওভারেই আউট হয়েছিলেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। এবারও একই ঘটনার পূনরাবৃত্তি। এবারও প্রথম ওভারে আউট হলেন ক্যারিবীয় অধিনায়ক। এবারও তিনি আউট হলেন সাকিব আল হাসানের বলে। দুই ইনিংসের শুরুতেই, অর্থাৎ প্রথম ওভারেই সাকিবের হাতে উইকেট হারিয়ে ক্যারিবীয় ইনিংসের বিপর্যয়ের সূচনা করে দিয়েছেন তাদের অধিনায়কই।

ওভারের পঞ্চম বলে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ১ রান করেই সাজঘরের পথে পা বাড়িয়েছেন ব্র্যাথওয়েট। সাকিবের দেখাদেখি মিরাজও মেতে ওঠেন উইকেট উৎসবে। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে মিরাজ তুলে নেন কাইরন পাওয়েলের উইকেট। মিরাজের বলে সামনে এগিয়ে এসে খেলতে যান তিনি। কিন্তু বল মিস করেন। উইকেটের পেছনে তড়িৎ গতিতে বল ধরে বেলস ফেলে দেন মুশফিকুর রহিম।

এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯। ১৪ রান নিয়ে সাই হোপ এবং ০ রান নিয়ে ব্যাট করছেন শিমরন হেটমায়ার। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৩৬৮ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

এর আগে আজ রবিবার ম্যাচের তৃতীয় দিনে মাত্র ১১১ রানে ইনিংস গুটিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতেই চরম ব্যাটিং বিপর্যয় হয়েছে তাদের। তাই প্রথম ইনিংসেই ৩৯৭ রানের লিড পায় স্বাগতিকরা।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ