আজকের শিরোনাম :

মিরাজের বিধ্বংসী বোলিংয়ে ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ | আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৩১

মাহমুদউল্লাহর সেঞ্চুরি, সাকিব-লিটন-সাদমানের ফিফটিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫০৮ রান। জবাবে কোনো দিকই যেন খুঁজে পাচ্ছেন না ক্যারিবীয়রা। ব্যাটিংয়ে নেমে স্পিন চক্করে পড়ে চোখে যেন সরষে ফুল দেখছেন তারা। সাকিব-মিরাজের ঘূর্ণি-ছোবলে দলীয় ২৯ রানেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের স্পিনারদে যে ম্যাজিকে আজ তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ফলোঅনে পড়েছে।

দ্বিতীয় দিন বোলিংয়ে প্রত্যাশা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তাদের পরিকল্পনা ছিল- দুই-তিনটি উইকেট তুলে সফরকারীদের চাপে ফেলার। তবে ২২ গজের উইকেটে সাকিব ও মিরাজের ঘূর্ণি বলে ফণা তোলে। ১২ ওভারের মধ্যে তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানই সাজঘরে ফেরেন। এই পাঁচজনই হয়েছেন বোল্ড। টেস্ট ক্রিকেটের ১২৮ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের বোলাররা কোনো প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটসম্যানের স্টাম্প ভেঙে দেওয়ার গৌরব অর্জন করলেন।

ইতিহাসে এ ঘটনা ঘটল তৃতীয়বার। আগে ১৮৯০ সালে ওভাল টেস্টে তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন ইংল্যান্ডের বোলাররা। অবশ্য ১৯৭৯ সালে মেলবোর্নে টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করার কৃতিত্ব দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ান বোলাররা। বাংলাদেশের স্পিনে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ দিনশেষে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান তোলে।

তবে আজ রবিবার সকালে মাঠে নেমে শুরু থেকেই আরও টপটপ করে উইকেটের পতন ঘটছে।

শেষ পর্যন্ত ১১১ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে মিরাজ সর্বোচ্চ ৭টি এবং সাকিব আল হাসান পেয়েছেন ৩টি উইকেট।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ