আজকের শিরোনাম :

ম্যানইউতেই থেকে গেলেন ডি গিয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:১৯

ডেভিড ডি গিয়ার দলবদল নিয়ে কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। সেসব প্রতিবেদনগুলো মিথ্যে হয়ে গেল। কোথাও যাচ্ছেন না স্প্যানিশ এই গোলরক্ষক। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্টের নীচেই থেকে যাচ্ছেন ডি গিয়া।

ডেভিড ডি গিয়ার দলবদল নিয়ে কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। সেসব প্রতিবেদনগুলো মিথ্যে হয়ে গেল। কোথাও যাচ্ছেন না স্প্যানিশ এই গোলরক্ষক। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলপোস্টের নীচেই থেকে যাচ্ছেন ডি গিয়া।

david de gea

বৃহস্পতিবার স্প্যানিশ শেষ প্রহরীর সঙ্গে নতুন চুক্তি করেছে ইংলিশ জায়ান্ট দলটি। বাড়িয়েছে মেয়াদ। নতুন চুক্তি অনুযায়ী বাড়তি এক বছর ওল্ড ট্রাফোর্ডে থাকবেন ডি গিয়া। সেই হিসেবে ২০২০ সাল পর্যন্ত ইংলিশ ফুটবলে দেখা যাবে এই স্প্যানিয়ার্ডকে।

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন ডি গিয়া। তার প্রথম চুক্তির মেয়াদ ছিল চার বছরের। এই মৌসুম শেষেই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষের আগেই আরো এক মৌসুমের জন্য তাকে রেখে দিল ইংলিশ লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলটি।

গত কয়েক মৌসুম ধরে গোল পোস্টের নীচে আলো ছড়িয়ে যাচ্ছেন ডি গিয়া। সেটার পুরস্কার কিছুটা হলেও পেলেন তিনি। এমন একজন গোলরক্ষককে দলে টানার জন্য আদাজল খেয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও ডি গিয়াকে কিনতে পারেনি তারা।

স্প্যানিশ গোলরক্ষকও নিজ দেশে ফেরার জন্য ব্যাকুল ছিলেন। দুই পক্ষের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। শিষ্যের ওপর যে তার আস্থা আছে সেটাই এবার প্রমাণ করলেন পর্তুগিজ কোচ।

নতুন চুক্তি অনুযায়ী ২৮ বছর বয়সী ডি গিয়ার পারিশ্রমিক কেমন হবে সেটা অবশ্য এখনো জানানো হয়নি রেড ডেভিলসদের পক্ষ থেকে। ব্রিটিশ মিডিয়ার ধারণা বেতন বাড়ছে ডি গিয়ার।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ