আজকের শিরোনাম :

চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন সুয়ারেস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ১১:০৫

চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার রাফিনহা ও সার্জিও রবার্তো। এ মিছিলে এবার যোগ দিলেন দলের অন্যতম ভরসা লুইস সুয়ারেজ। হাঁটুর চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন উরুগুইয়ান এ স্ট্রাইকার।

লা লিগায় গত শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্র ম্যাচের পুরোটা সময় খেলেছিলেন সুয়ারেস। পরে লিগে এখন পর্যন্ত ৯ গোল করা উরুগুয়ের এ স্ট্রাইকারের ডান হাঁটুতে সমস্যা ধরা পড়ে।

এ ছাড়া শনিবার ওয়ার্ম-আপের সময় ঊরুতে চোট পান ইয়াসপের সিলেসেন। ৩ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ডাচ এ গোলরক্ষককে।

এর আগে বাঁ হাটুর চোটে ছিটকে গেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। তার পায়ে অস্ত্রোপচার করানো হবে। আর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া সার্জি রবের্তোকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ১১ দিনে ৪টি ম্যাচ খেলতে হবে এরনেস্তো ভালভেরদের দলকে। এমন সময়ে এ দুজনের চোট বড় ধাক্কা হয়ে এসেছে তাদের জন্য।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডাচ চ্যাম্পিয়ন পিএসভির মুখোমুখি হবে কাতালান দলটি।

তবে এ ব্যস্ত সূচির আগে মাঝমাঠের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় ইভান রাকিতিচ ও ফিলিপে কৌতিনিয়ো চোট কাটিয়ে এরনেস্তো ভালভেরদের দলে ফিরেছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ