আজকের শিরোনাম :

হেটমায়ারকে ফেরালেন মিরাজ,ওয়েস্ট ইন্ডিজ ১৮৪/৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮, ১৪:২৬

বাংলাদেশের দেয়া ৩২৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ।টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করছিলেন শিমরন হেটমায়ার। তার ঝড়ো ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ৮৮ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ। অবশেষে তাকে থামালেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৮০ রানে হেটমায়ারকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। আউট হওয়ার আগে ৪৭ বলে ৬৩ বলে রান করেছেন হেটমায়ার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ডওরিচ ৩৫ আর দেবেন্দ্র বিশু ২ রানে ক্রিজে আছেন।

এর আগে,ব্যাটিংয়ে নেমেই টাইগার স্পিনারদের তোপের মুখে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে এসেই আবারো টাইগারদের স্পিনের সামনে উইকেট হারায় ক্যারিবিয়ানরা। অভিষেক হওয়া প্রথম টেস্টেই উইকেট তুলে নিলেন নাঈম হাসান।চেজকে ইমরুল কায়েসের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি।সেই একি ওভারে অ্যাম্ব্রিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।সেই সাথে ক্যারিয়ারে ২ উইকেট তুলে নিলেন।

বাংলাদেশের দেয়া ৩২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক বোলারদের হাত থেকে রিভিউ নিয়ে বার বার বেঁচে যায় ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। তাইজুলের পর ক্যারিবিয়ানদের শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। তিনি হোপকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়ে দেন। আউট হবার আগে হোপ করেন ১ রান। এরপর ক্রেইগ ব্রাথওয়েটকে সৌম্য সরকারের হাতে স্লিপে ক্যাচ বানিয়ে আউট করেন।ব্রাথওয়েট করেন ১৪ রান।

এর আগে টাইগারদের পক্ষে তাইজুল ক্যারিবিয়ানদের প্রথম উইকেট তুলে নেন। তাইজুল ইসলামের বলে পাওয়েল এলবিডব্লিউইয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরেন।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩১৫/৮ (ইমরুল ৪৪, সৌম্য ০, মুমিনুল ১২০, মিঠুন ২০, সাকিব ৩৪, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২২, নাঈম ২৪*, তাইজুল ৩২*; রোচ ১৫-২-৫৫-১, গ্যাব্রিয়েল ১৮-২-৬৯-৪, চেইস ১১-০-৪২-০, ওয়ারিক্যান ২১-৬-৬২-২, বিশু ১৫-০-৬০-১, ব্র্যাথওয়েট ৮-১-১৯-০)

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ