আজকের শিরোনাম :

ক্যামেরুনকে হারাল ব্রাজিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ১০:১৬

জয়ের ধারা অব্যাহত রয়েছে ব্রাজিলের। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিচার্লিসনের একমাত্র গোলে ক্যামেরুনকে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অবশ্য জিতলেও খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না ‘সেলেসাও’রা। ম্যাচের ৮ মিনিটেই যে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর টানা ৬ ম্যাচ জিতল ব্রাজিল। এই ৬ ম্যাচে তারা একটি গোলও হজম করেনি। নিজেরা গোল করেছে ১২টি।

 

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ৮ম মিনিটে নেইমার চোট পেয়ে মাঠ ছাড়লে বড় ধাক্কাটা খায় ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতেও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে আধিপত্য করে তারা। ৪৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো দলটি। কিন্তু মিডফিল্ডার আলানের হেড কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

দুই মিনিট পরই গোল পেয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উইলিয়ানের কর্নারে অনেকখানি লাফিয়ে উঠে নেওয়া হেডে বল জালে পাঠান ২১ বছর বয়সী রিচার্লিসন।

আন্তর্জাতিক ফুটবলে ওয়াটফোর্ড মিডফিল্ডারের এটি তৃতীয় গোল। সেপ্টেম্বরে এল সালভাদরের বিপক্ষে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েই জোড়া গোল করেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে আর্থার মেলোর দূরপাল্লার শট ক্রসবারে লাগলে সে যাত্রায় বেঁচে যায় ক্যামেরুন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে মুহূর্তের ব্যবধানে ব্রাজিলের দুটি সুযোগ নষ্ট হলে ব্যবধান আর বাড়েনি। আলানের শট গোলরক্ষক রুখে দেওয়ার পর ফিরতি বলে রিচার্লিসনের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ