আজকের শিরোনাম :

জোকোভিচকে হারিয়ে এটিপি শিরোপা জেভরেভের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮, ১৩:৫১

সেমিফাইনালে কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে বেশ দাপিটের সঙ্গে লন্ডন এটিপি ফাইনালসের ফাইনাল নিশ্চিত করেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু শিরোপা নির্ধারণী মঞ্চে অ্যালেক্সান্ডার জেভরেভের বিপক্ষে হেরে গেলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক  নম্বর এ তারকা।

ফাইনাল ম্যাচে জার্মান তারকা  অ্যালেক্সান্ডার জেভরেভের বিপক্ষে ৬-৪, ৬-৩ গেমে হেরেছেন সার্বিয়ান নাম্বার ওয়ান জোকোভিচ।

লন্ডন এটিপি ফাইনালসের মধ্য দিয়ে বছরের সপ্তম কোনো টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছিলেন জোকোভিচ। কিন্তু এবার তরুণ অ্যালেক্সান্ডার জেভরেভের কাছে হারতে হয়েছে তাকে।  শিরোপার নিশ্চিত করতে ফাইনালে জোকোভিচের সঙ্গে ৭৯ মিনিট লড়াই করতে হয়েছে অ্যালেক্সান্ডার জেভরেভরকে।

তবে মজার কথা হচ্ছে ফাইনালে ওঠার পথে টেনিসের আরেক বিশ্বসেরা তারকা রজার ফেদেরারকে হারিয়েছেন অ্যালেক্সান্ডার জেভরেভর। এর পর ব্যাক-টু-ব্যাক ম্যাচে জোকোভিচকে হারানোর কীর্তি গড়লেন তিনি। এর আগে এমন কীর্তির রেকর্ড রয়েছে রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে এবং ডেভিড নালবানদিয়ানদোর মতো তারকাদের। এবার তাদের সঙ্গে চতুর্থ টেনিস খেলোয়াড় হিসেবে এ তালিকায় নাম লেখালেন ২১ বছর বয়সী জার্মান তারকা অ্যালেক্সান্ডার জেভরেভর।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ