আজকের শিরোনাম :

'কয়েক মাস পর অবসর নিলে বাকি সাড়ে চার বছর ও করবেটা কী?'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ১৭:২৭

ঢাকার মাটিতে এরিমধ্যে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একাংশ। বাকিরাও চলে আসবেন দ্রুতই। আগামী ২২ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। এরপর ৬ ডিসেম্বর থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যে সিরিজে স্বাগতিকদের নেতৃত্ব দেয়ার কথা মাশরাফি বিন মুর্তজার। অপরদিকে নির্বাচন কমিশনের পরিবর্তিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নড়াইল-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাশরাফি। দলীয় মনোনয়ন পেয়ে গেলে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে ভোটের মাঠে ব্যস্ত থাকতে হবে তাকে। এজন্য ক্রীড়াঙ্গনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো, উইন্ডিজ সিরিজে খেলবেন তো মাশরাফি?

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হলে একই প্রশ্ন করা হয় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে।

জবাবটা সরাসরি দেননি পাপন। তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। ওর মনোনয়নপত্র জমা দেওয়ার একটা তারিখ আছে। কবে পূরণ করবে, ওখানে ওর কর্মসূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে। একদিনের জন্যও যদি সময় থাকে সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সব সময়ই প্রাধান্য পাবে।’

বিসিবি সভাপতি আরো বলেন, 'ও কত দিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে এটাই তো অনেক। সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাব বলেও মনে হয় না। সেদিক দিয়ে চিন্তা করলে বড়জোর বিশ্বকাপের পর হয়তো অবসরে যাবে। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার। এটা হলে এর চেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। কয়েক মাস পর অবসর নিলে সে এই সাড়ে চার বছর আর করবেটা কী? আরেকটি ক্ষেত্রে সে থাকল, যেখান সে ক্রীড়াক্ষেত্রে জোরালো অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ