আজকের শিরোনাম :

শেষ দিনে বাংলাদেশের দরকার ৮ উইকেট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১৭:৩৯

বাংলাদেশের রান পাহাড়ের বিপরীতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে দুই ওপেনারকে হারিয়েছে জিম্বাবুয়ে।  সংগ্রহ করেছে ৭৬ রান। ৩৬৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান মেহেদী মিরাজ। দলীয় ৬৮ রানের সময় শর্ট লেগে মুমিনুলের হাতে ক্যাচ দেয়ার আগি তিনি করেন ২৫ রান। দলের স্কোরে মাত্র দুই রান যোগ করেই ফিরে যান আরেক ওপেনার ব্রায়ান চারি। ৪৩ রানে তাইজুলের বলে এলবিডব্লিউ হন তিনি।  ব্রেন্ডন টেইলর ৪ এবং শেন উইলিয়ামসন ২ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবেন।

এরআগে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সামনের রানের পাহাড় দাঁড় করায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। জিম্বাবুয়ের সামনে লিড দাঁড়ায় ৪৪৩।

চতুর্থ দিন জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে আবারও ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের সূচনাতে আবারও ব্যাটিং ব্যর্থতা। ১০ রানে দুই ওপেনারের পাশাপাশি প্রথম ইনিংসে শতক হাঁকানো মুমিনুলকেও হারায় টাইগাররা।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। প্রথম ইনিংসে ডাবল শতক হাঁকানো মুশফিক দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন মাত্র ৭ রানে। ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

তবে অধিনায়ক রিয়াদ অভিষিক্ত মিঠুনকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় ছাপিয়ে দলকে বড় লিডের দিকে নিয়ে যান। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতকের দেখা পান মোহাম্মদ মিঠুন। পঞ্চম উইকেটে রিয়াদের সাথে গড়ে তোলেন ১১৮ রানের জুটি। দলীয় ১৪৩ রানের মাথায় বিগ শট খেলতে গিয়ে ৬৭ রানে আউট হোন মিঠুন। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন রিয়াদ। ৭০ বলে তুলে নেন অর্ধশতক। 

এরপর দ্রুত আরিফুল হক বিদায় নিলেও মিরাজের সাথে জুটি গড়ে তোলেন রিয়াদ। পাশাপাশি দ্রুতগতিতে রান তোলেন। সপ্তম উইকেটে এই দুই ব্যাটসম্যান ৭৩ রান যোগ করেন। এর মাঝে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি ব্রেকের আগের শেষ বলে সেঞ্চুরি পান রিয়াদ। আর সাথে সাথে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

১২২ বলে ৪ চার আর ২ ছক্কায় ১০১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যপ্রান্তে মিরাজ অপরাজিত ছিলেন ২৭ রানে। দ্বিতীয় ইনিংসে ৫৪ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস- ৫২২/৭, ডিক্লেয়ার্ড (মুশফিক ২১৯*, মুমিনুল ১৬১, মিরাজ ৬৮*; জার্ভিস ৫/৭১, চাতারা ১/৩৪)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস ৩০৪/১০, (টেলর ১১৩, মুর ৮৩, চারি ৫৩; তাইজুল ৫/১০৭, মিরাজ ৩/৬১)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ২২৪/৬, ডিক্লেয়ার্ড, রিয়াদ ১০১*, মিঠুন ৬৭, মিরাজ ২৭*; জার্ভিস ২৭/২, টিরিপানো ৩১/২)

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস ৭৬/২ (৩০.০) মাসাকাদজা ২৫, চারি ৪৩, টেইলর ৪*, উইলিয়ামস ২*।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ