আজকের শিরোনাম :

বাদ পড়া মারিও জার্মানিকে শুভকামনা জানাতে ভুল করেননি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১২:২০

ঢাকা, ২২ মে, এবিনিউজ : আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য প্রাথমিক সদস্যের দল ঘোষণা করেছে জার্মানি। তবে জার্মানির প্রাথমিক দলেও জায়গা হয়নি ব্রাজিল বিশ্বকাপ কাঁপানো মারিও গোয়েৎশের। তবে দল থেকে বাদ পড়েও জার্মানকে শুভকামনা জানাতে ভুল করেননি এই তারকা।


ব্রাজিল বিশ্বকাপে জার্মানিরি শিরোপা জয়ে প্রধাণ ভুমিক রাখেন গোয়েৎশ। সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় জার্মানি। আর দলের হয়ে সেই একমাত্র গোলটি করেন মারিও। তবে এবারের আসরে মূল স্কোয়াড তো দূরে প্রাথমিক দলেও ঠাই মেলেনি তার।


সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজের হতাশা আর দলকে শুভকামনা জানিয়ে একটি টুইট করেন। ২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার লিখেন,‘অবশ্যই, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় অনেক কষ্ট লাগছে। জাতীয় দলে ফেরার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তবে কোচ ও দলের সকলের প্রতি আমার শুভকামনা রইল। রাশিয়াতে তাদের খুব ভালো সময় কাটুক, এই কামনা করি। আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি প্রার্থনা করবো।’


বিশ্বকাপের এই আসরে ‘এফ’ গ্রুপে খেলছে জার্মানি। একই গ্রুপে তাদের সঙ্গে আছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।


এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ