আজকের শিরোনাম :

কাভানি-নেইমারে মোনাকোর মাঠে পিএসজির রাজত্ব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ২৩:০৮

কদিন আগে মৌসুমের প্রথম থেকেই ধুঁকতে থাকা মোনাকোর কোচের দায়িত্ব নিয়েছেন থিয়েরে অঁরি। ফরাসি কিংবদন্তি হয়তো মনে মনে ভাবছেন 'কাজটা হয়তো ভুলই করলাম।' নাবিক যতোই দক্ষ হোক না কেন, ডুবন্ত জাহাজকে কী আর কূলে ভেড়ানো যায়! রোববার রাতেও ভুগতে থাকা মোনাকোকে বিন্দুমাত্র টানতে পারলেন না অঁরি।

একের পর এক সুযোগ মিস করে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেছে ফ্রান্সের ক্লাবটি। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আবার মোনাকোর মাঠেই। পিএসজির হয়ে হ্যাটট্রিক করেছেন এডিনসন কাভানি। নেইমার গোল বানিয়ে দিয়েছেন, সাথে করেছেনও। পিএসজির চার নম্বর গোলটি নেইমারের।

ম্যাচের চতুর্থ মিনিটে দূরের পোস্টে দারুণ এক শট নিয়েছিলেন নেইমার। গোলমুখে ছুটতে থাকা কাভানি সেই শটে আলতো টোকা দিয়ে নিজের নামে গোল লিখে নেন। একাদশ মিনিটে মুসা দিয়াবির আলতো পাসে শুয়ে পা ঠেকিয়ে গোল করেন কাভানি।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ফাঁকায় বল পেয়ে মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ন করেন উরুগুয়ান স্ট্রাইকার। ৬৪ মিনিটে এমবাপ্পেকে ডি-বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে গোল করে পিএসজিকে ৪-০ গোলে এগিয়ে নেন নেইমার। শেষ পর্যন্ত ওই ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ফ্রান্সের নাম্বার ওয়ান দলটি।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত হলো পিএসজির। ১৩ ম্যাচ খেলে সবকটিতে জেতা পিএসজির পয়েন্ট এখন ৩৯। অপর দিকে ১৩ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া মোনাকো এখন টেবিলের ১৯ নম্বরে, পয়েন্ট ৭!

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ