আজকের শিরোনাম :

ফেয়ারওয়েল টেস্টে হেরথের মাইলস্টোন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ২০:২২

বিদায়ী ম্যাচে রেকর্ড বইয়ে নাম লেখালেন রঙ্গনা হেরথ৷ আন্তর্জাতিক কেরিয়ারেরর শেষ ম্যাচে মাঠে নেমে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একশো টেস্ট উইকেট দখল করার অনবদ্য নজির গড়েন অভিজ্ঞ এই বাঁ-হাতি স্পিনার৷ এই মাঠে তাঁর একশো তম টেস্ট শিকার অন্য কেউ নন, ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷

একই মাঠে একশো টেস্ট উইকেট দখলের নিরিখে হেরথ বসে পড়লেন আরও দুই বোলিং গ্রেটের পাশে৷ তাঁর আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন শ্রীলঙ্কারই মুথাইয়া মুরলিধরণ ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, কাকতলীয়ভাবে যিনি এি ম্যাচে হেরথের বিপক্ষে মাঠে নেমেছেন৷

মুরিলধরণ তিনটি মাঠে এমন বিরল কৃতিত্ব অর্জন করেছেন৷ গল ছাড়া ক্যান্ডি ও কলম্বোর এসএসসি মাঠে একশোর বেশি টেস্ট উইকেট নিয়েছেন৷ অ্যান্ডারসন এমন নজির গড়েছেন ঐতিহ্যের লর্ডসে৷

এই নিয়ে মোট ৯৩টি টেস্টে মাঠে নামলেন হেরথ৷ রুটের উইকেট মিলিয়ে তার টেস্ট শিকারের সংখ্যা দাঁড়াল ৪৩১৷ টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের নিরিখে তিনি ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলিকে৷ এই ম্যাচে আরও চারটি উইকেট নিতে পারলে হেরথ টপকে যাবেন স্টুয়ার্ট ব্রড (৪৩৩) ও কপিল দেবকে (৪৩৪)৷

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ