আজকের শিরোনাম :

সিলেটেই মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ২০:০৭ | আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২০:১০

সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৮ রানে ৬ উইকেট শিকার করেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে ২০ টেস্টে (চলমান ম্যাচের প্রথম ইনিংস পর্যন্ত) তার উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭৫-এ। তাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারে চতুর্থ স্থানে উঠে আসেন তিনি।

তার উপরে ছিলেন সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মর্তুজা। সাকিব-রফিকের সাথে তাইজুলের উইকেটের ব্যবধান ছিলো বিস্তর। তবে মাশরাফিকে ছুঁয়ে ফেলার ভালো সুযোগ ছিলো তাইজুলের। কারণ মাশরাফিকে টপকে যেতে আর ৪ উইকেট প্রয়োজন ছিলো তাইজুলের। সেটি সিলেটের মাটিতেই সম্ভব ছিলো। কারণ সিলেট টেস্টে আরও এক ইনিংস বল করার সুযোগ ছিলো তার।

অবশেষে দ্বিতীয় ইনিংসে চা-বিরতির আগ পর্যন্ত বল হাতে ৪ উইকেট শিকার করে মাশরাফিকে টপকে যান তাইজুল। ২০ টেস্টে ৭৯ উইকেট তাইজুলের। ৩৬ টেস্টে ৭৮ উইকেট মাশরাফির।

বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী শীর্ষ পাঁচ বোলার (সিলেট টেস্টের তৃতীয় দিন চা বিরতি পর্যন্ত) :

     বোলার                    ম্যাচ    উইকেট
সাকিব আল হাসান            ৫৩    ১৯৬
মোহাম্মদ রফিক                ৩৩    ১০০
তাইজুল ইসলাম                 ২০*    ৭৯
মাশরাফি বিন মর্তুজা          ৩৬    ৭৮
শাহাদাত হোসেন                ৩৮    ৭২

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ