আজকের শিরোনাম :

রোনালদোর নৈপুণ্যে জয়ে ফিরল জুভেন্টাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ১২:২০ | আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৩:১০

কিছু দিন আগেই চিরচেনা এল ক্লাসিকোর দল রিয়াল মাদ্রিদ ছেড়ে সিরি ‘এ’-তে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিপুল পরিমাণ পারিশ্রমিকে জুভেন্টাসে যোগদান করা এ পর্তুগিজ তারকা পেয়েছেন সাফল্যের দেখা। যদিও মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। তবে গতকাল ক্যাস্তেলানিতে এম্পোলিকে তারই জোড়া গোলের সুবাদে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

প্রতিপক্ষের মাঠে শনিবার রোনালদো-দিবালা-বের্নারদেস্কিতে গড়া দলটির আক্রমণভাগ বিরতির আগে প্রতিপক্ষের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেনি। উল্টো ২৮তম মিনিটে গোল খেয়ে বসে তারা। ডি-বক্সে ডান দিক থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান এম্পোলির ইতালিয়ান ফরোয়ার্ড ফ্রান্সেসকো কাপুতো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য ছন্দে দেখা যায় অতিথিদের। ৪৮তম মিনিটে এগিয়ে যেতে পারত তারা; কিন্তু কাছ থেকে আলেক্স সান্দ্রোর শট দারুণ নৈপুণ্যে ঠেকান গোলরক্ষক। খানিক পরেই মিরালেম পিয়ানিচের শট ক্রসবারে বাধা পায়।
 
৫৪তম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে সমতায় ফেরে ইউভেন্তুস। প্রতিপক্ষের ডি-বক্সে দিবালা ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।


 
৭০তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন রোনালদো। ব্লেইস মাতুইদির পাস ধরে একটু এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে পর্তুগিজ ফরোয়ার্ডের কোনাকুনি বুলেট গতির শট পৌঁছায় ঠিকানায়।

 সিরি ‘এ’-তে ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে টানা ৭ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস শীর্ষে আছে। ১ ম্যাচ কম খেলে নাপোলি আছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ২১। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ