আজকের শিরোনাম :

শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে পারল না যুবারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১৯:১৬

প্রথম টেস্টে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৪ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাটুনায়াকে চারদিনের দ্বিতীয় যুব টেস্টে শ্রীলঙ্কা আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৬ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ১০৯ রানে গুটিয়ে যায়। ১১৭ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ২৩৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। তাতে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩৫১। রানপাহাড়ের পথে ছুটতে গিয়ে বাংলাদেশ থেমে যায় ২৭৬ রানে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আকবর আলী একাই মূলত লড়াই করেছেন। ১১২ বলে ৯০ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর  মৃত্যুঞ্জয় চৌধুরী (২৩) এবং মাহমুদুল হাসান জয় (২৬) চেষ্টা করেও পেরে ওঠেননি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে গুটিয়ে দিতে প্রধান ভূমিকা স্বাগতিক দলের রোহান সিলভার। একাই ফিরিয়েছেন পাঁচজনকে। ৩ উইকেট নিয়েছেন সানদুন।

বাংলাদেশের পেসার শাহিন আলম প্রথম ইনিংসে ৫ উইকেট পান। দ্বিতীয় ইনিংসে নেন ১ উইকেট। এই ইনিংসে রাকিবুল হাসান ৭ উইকেট নেন। প্রথম ইনিংসে পেয়েছিলেন ১ উইকেট।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ