আজকের শিরোনাম :

শুরুতেই সাইফ-রনির জোড়া আঘাত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১৫:১২ | আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৭:০৯

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে সাফল্যের ষোলকলা পূর্ণ হবে। সম্ভব হবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। সে লক্ষ্যে চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই দারুণ সাফল্য পেয়েছে লাল-সবুজের দল। তুলে নিয়েছে সফরকারী দলের ২ উইকেট।

আজ শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন  ব্রেন্ডন টেইলর (০) ও  শন উইলিয়ামস (০)।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আজ বাংলাদেশ একাদশে এনেছে তিনটি পরিবর্তন। অভিষেক হচ্ছে অলরাউন্ডার আরিফুল হকের। দলে ফিরেছেন বাঁহাতি পেসার আবু হায়দার ও বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। 
 
বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজকে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ফজলে মাহমুদ রাব্বি জায়গা হারিয়েছেন একাদশে।    

টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো জিম্বাবুয়ে দলে এনেছে দুটি পরিবর্তন। দলে এসেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগাভারা। বাদ পড়েছেন পেসার টেন্ডাই চাটারা ও ব্র্যান্ডন মাভুটা।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩-২ ব্যবধানে। এর পর থেকে জয়ের পাল্লাটা ভারি হয়েই চলেছে বাংলাদেশের। সব মিলিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ১০ বার সিরিজ জিতেছে তাদের বিপক্ষে। দেশের মাটিতেই ৮ বার, বাকি দুবার জিম্বাবুয়ের মাটিতে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে মাশরাফিরা।

এর আগে ১১ বার প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করার সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। তাতে জিম্বাবুয়েই সবচেয়ে বেশি ধবলধোলাই হয়েছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ