দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এগিয়ে পাকিস্তান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ২২:১৯

৫৬ রান ছিল ১ উইকেটে। পরের এক রান যোগ হতেই স্কোর দাঁড়িয়ে গেল ৫ উইকেটে ৫৭। দলটা পাকিস্তান। ক্রিকেট মঠে যাদের সম্পর্কে আগে থেকে কিছুই বলে দেয়া যায় না! পাকিস্তান বলেই কিনা বিপর্যয়ে ঘুরে দাঁড়ানোয় চমকের কিছুও থাকছে না। একই ইনিংসে তাদের দুই ব্যাটসম্যান ৯৪ রানে সাজঘরে ফেরার দিনে বোলিংয়ে দারুণ শুরু করে আবুধাবি টেস্টে মঙ্গলবারের দিনটি নিজেদের করে নিয়েছে সরফরাজের দল!

আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় বিপর্যয় কাটিয়ে ২৮২ রানের সম্মানজনক সংগ্রহ পেয়েছে পাকিস্তান। জবাবে স্বস্তিতে নেই অজিরাও। দিনশেষে ২০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে টিম পেইনের দল।

দিনের শুরুতে পাঁচ রানের মাথায় ওপেনার মোহাম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলিকে নিয়ে সাবধানে এগোচ্ছিলেন অভিষিক্ত ফখর জামান। দুজন মিলে তুলে ফেলেন ৫২ রান। এরপরই নাথান লায়নের স্পিন ছোবলে লণ্ডভণ্ড স্বাগতিকদের ব্যাটিং।

১৫ রান করা আজহার আলিকে নিজের ক্যাচ বানিয়ে শুরু। পরে অজি স্পিনারের বাকি পাঁচ বলে রানের খাতা খোলার আগে একে একে ফিরেছেন হারিস সোহেল, আসাদ শফিক ও বাবর আজম। অল্প রানে গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় তখন প্রবাসে স্বাগতিকরা! অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখছেন ফখর।

ঘুরে দাঁড়ানো শুরু সেখান থেকেই। ষষ্ঠ উইকেট জুটিতে ফখরকে সঙ্গী করে পাল্টা আক্রমণে ১৪৭ রান যোগ করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দারুণ জুটিতে একটা সময় শতকও দেখছিলেন দুজনে। পেসার ল্যাবুসচেনের দুই বলে স্বপ্নের সলিল সমাধি ঘটেছে দুজনেরই!

রঙিন পোশাকে তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটসম্যান ফখর খোলস পাল্টে খেলছিলেন ধীরস্থির ভাবে। ১৯৭ বলে ৯৪ রান করে ভালোমতই জাগিয়েছিলেন অভিষেক টেস্টে শতক পাওয়ার সম্ভাবনা। ল্যাবুসচেনের সোজা বল খেলতে গিয়ে পড়েন এলবিডব্লিউর ফাঁদে। অভিষেকে নার্ভাজ নাইন্টিজে ফেরা চতুর্থ পাকিস্তানি তিনি।

ল্যাবুসচেনে সেখানেই থেমে থাকেননি। তার বলে ঠিক ৯৪ রানে ফাঁদে পড়েন অধিনায়ক সরফরাজও। সাজঘরে হাঁটা দেয়ার পথে পিটার সিডলের হাতে ক্যাচ দিয়ে।

অস্ট্রেলিয়া যেখানে শেষ করেছিল পাকিস্তান যেন শুরু করে সেখান থেকেই। ২০ রানের মধ্যে ওপেনার উসমান খাজা ও নাইটওয়াচম্যান পিটার সিডলকে ফিরিয়েছেন পেসার মোহাম্মদ আব্বাস। ১৩ রানে দ্বিতীয় দিন শুরু করবেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ