আজকের শিরোনাম :

লিটনের দুই ক্যাচ মিসে জয়ের পথে শ্রীলঙ্কা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৯:২৮

সাকিব-সাইফউদ্দিনের পর আরেকবার উদযাপনের সুযোগ এসেছিল বাংলাদেশের। বোলিংয়ে ছিলেন আফিফ হোসেন। রাজাপাকসের উইকেটটা পেয়ে যেতে পারতেন আফিফ, তবে ডিপ স্কয়ার লেগে মোটামুটি সহজ ক্যাচ ফেলে দিয়েছেন লিটন। শুধু সেটাই না, ক্যাচ ছাড়ার বলে হয়েছে চারও।

আফিফের এ ওভারেই ফিফটি পূর্ণ হয়ে গেছে আসালাঙ্কারও। কুশাল পেরেরাকে দ্রুত হারিয়ে ফেললেও শ্রীলঙ্কাকে বেশ শক্ত অবস্থানে নিয়ে গেছেন তিনি। পাওয়ার প্লেতে ১৮ বল খেলে করেছেন ৩২ রান, এ টুর্নামেন্টে যা দ্বিতীয় সর্বোচ্চ। তবে দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়া আসালাঙ্কা এরপর ১৮ রান করতে খরচ করেছেন ১৪ বল।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচলই রয়েছে লঙ্কানদের। এমন মুহূর্তে রাজাপাকসের ক্যাচ মিস করে যেন ম্যাচে নিজেদের সম্ভাবনাই আরও কমিয়ে দিলেন লিটন। ধারাভাষ্যকারদের মুখেও শোনা গেল তেমনি অভিব্যক্তি।

আফিফের পর মুস্তাফিজের করা ১৬তম ওভারেও আরেকবার ক্যাচ ফেলে দিয়েছেন সেই লিটন দাস। এক ইনিংস দুই দুইটি সহজ ক্যাচ মিস করলেন তিনি। 

যদিও ব্যাট হাতে বড় সংগ্রহের পর বল হাতেও এদিন স্বপ্নের মতো শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই কুশাল পেরেরাকে ফেরান নাসুম আহমেদ। যেন আস্থার প্রতিদান দিলেন তিনি। গ্রুপপর্বে একাদশে ঠাঁই পাননি। তবে কন্ডিশন বিবেচনায় মূলপর্বের প্রথম ম্যাচেই তাকে সুযোগ দেওয়া হয় দলে। এসেই বাজিমাত সুনামগঞ্জের হাওড়ের এই ছেলের। ফেরান লঙ্কান উদ্বোধনী ব্যাটার কুশাল পেরেরাকে। আউট হওয়ার আগে ৩ বলে ১ রান করেছেন কুশাল।

কুশাল পেরেরা ফেরার পর তিন নম্বরে ব্যাট করতে আসেন বাঁ-হাতি চরিত আসালাঙ্কা। প্রথম ওভারেই ব্রেকথ্রু এনে দেওয়ার পর ইনিংসের তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন নাসুম। তবে এবার দুঃস্বপ্নের মতোই কাটল তার। দুই ছয়ে দিয়েছেন ১৬ রান। আর এই ওভারের পরই হাত খুলে খেলা শুরু করে লঙ্কান ব্যাটাররা।

শেষ পর্যন্ত পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে দাসুন শানাকার দল। পাওয়ার প্লেতে বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা এগিয়ে থাকল লঙ্কানরা। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছিল ৪১ রান।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ