আজকের শিরোনাম :

দেশে ফিরেই ডাবল সেঞ্চুরি হাঁকালেন আরিফুল হক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১৮:১৪

এশিয়া কাপের দলে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি আরিফুল হকের। দেশে ফিরে একদিন বিরতি দিয়েই সোমবার নেমে পড়েন জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে।  জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের প্রথম দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন রংপুরের ব্যাটসম্যান আরিফুল।  বরিশালের বিপক্ষে ১১৭ রান করে দিন শেষে অপরাজিত থেকে গিয়েছিলেন।  

আজ মঙ্গলবার (২ অক্টোবর) সেঞ্চুরিটাকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে।  প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই তার প্রথম ডাবল সেঞ্চুরি।

তার ২৩১ রানের অনবদ্য ইনিংসে চড়ে প্রথম ইনিংসে বরিশালের বিপক্ষে অল-আউট হওয়ার আগে ৫০২ রানের বিশাল পুঁজি পেয়েছে রংপুর বিভাগ।  সোহাগ গাজীর বলে মনির হোসেনের হাতে ক্যাচ দেওয়ার আগে ২১ চার আর ৪ ছয়ে ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজান আরিফুল।

এই ম্যাচের আগে ৭৪টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছিলেন আরিফুল।  যেখানে ৭ সেঞ্চুরির সঙ্গে ১৬টি ফিফটি ছিল তার। আরিফুলের আগের সর্বোচ্চ প্রথম শ্রেণির ইনিংসটি ছিল ১৬২ রানের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৬টি টি-টুয়েন্টি খেলেছেন আরিফুল। ওয়ানডে বা টেস্ট অভিষেক হয়নি।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ