আজকের শিরোনাম :

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সেরেনার ব্যতিক্রমী উদ্যোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১১:৫৯

‘আই টাচ মাই সেলফ’- বিখ্যাত এ গানটি এবার গেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়াম। উদ্দেশ্য ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করা।

ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে টেনিস তারকা সেরেনা উইলিয়াম ইন্সটাগ্রামে একটি ভিডিও দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে তিনি এ গানটি গাইছেন।

আমেরিকান এ টেনিস তারকার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে গানটি।

‘আই টাচ মাই সেলফ’ এ গানটি ১৯৯০ সালে প্রথম রিলিজ করা হয়।

তখন এ গানটির উদ্দেশ্য ছিল নারীর যৌন জীবনের আনন্দের বিষয়টি গুরুত্ব দেয়া। কিন্তু এখন এই গানটির উদ্দেশ্যে পরিবর্তন করে রেকর্ড করা হয়েছে।

মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে কিনা এটা পরীক্ষা করার কথা বলা হয়েছে।

২৩ বারের গ্রান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনা লিখেছেন, ‘এ মিউজিক ভিডিওটি আই টাচ মাই সেলফ প্রকল্পের অংশ। প্রথমবার এ গানটি করেন গায়িকা ক্রিসি এম্পফেল্ট। পরে তিনি ব্রেস্ট ক্যান্সারে মারা যান। তাকে সম্মান জানানো এবং একই সঙ্গে এ গানটির মাধ্যমে নারীদের মনে করিয়ে দেয়া যে তাদের স্বাস্থ্যের বিষয়টি তাদেরই প্রথমে খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেছেন, গানটি রেকর্ড করতে যেয়ে তাকে তার ‘কমফোর্ট জোনের’ বাইরে যেয়ে কাজ করতে হয়েছে।

ভিডিওটির ইতোমধ্যে অনেকে প্রশংসা করেছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ