আজকের শিরোনাম :

পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে বাঘিনীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৪

পাকিস্তানের বিপক্ষে গোল উৎসব অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা।  অনূর্ধ্ব ১৮ সাফ ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা। এ জয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার  আশা আরও দৃঢ় করলো বাঘিনীরা।
 
আজ রবিবার সন্ধ্যায় ভুটানের রাজধানী থিম্পুতে খেলাটি অনুষ্ঠিত হয়।  খেলার শুরু থেকেই এগিয়ে ছিল লাল-সবুজ বাহিনী।
 
খেলার প্রথমার্ধেই ৮-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হওয়ার পর করে আরও ৯ গোল। মেয়েদের ফুটবলে বাংলাদেশের এটাই সবচেয়ে বড় জয়। এই বিশাল জয়ের পথে গোল করেছেন বাংলাদেশের ৭ ফুটবলার।

স্ট্রাইকার স্বপ্না করেছেন সর্বোচ্চ ৭ গোল। ৪ গোল উপহার দিয়েছেন উইঙ্গার মার্জিয়া। ডিফেন্ডার শিউলি আজম করেছেন ২ গোল। ১টি করে গোল করেছেন মৌসুমি, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।

টুর্নামেন্টে বাংলাদেশ দল পড়েছে বি-গ্রুপে। এ দলে অন্য দল হলো পাকিস্তান ও নেপাল। অন্যদিকে গ্রুপ-এ তে খেলেছে স্বাগতিক ভুটান, মালদ্বীপ ও ভারত।

গেল বুধবার ভুটান পৌঁছে বাংলাদেশ দল।  অক্টোবরের ৭ তারিখে এ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, গত মাসে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব-১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।  এক মাসের ব্যবধানে অনূর্ধ্ব-১৮ সাফে বাংলাদেশের কাছে পাকিস্তান হজম করল ১৭ গোল।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ