আজকের শিরোনাম :

জমজমাট ফাইনালের পর কোহলির বিশেষ বার্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩

বিগত কয়েক বছর ধরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু তাই নয় তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনাল মঞ্চে উঠে শিরোপার খুব কাছাকাছি যায় টাইগার বাহিনী। কিন্তু ফের ফাইনালে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশ ক্রিকেট দলের। মাত্র ২২২ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ যে লড়াই করেছে তাতে মাশরাফি বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ সবাই।

এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২০১২, ২০১৬-এর পর ২০১৮তে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছে টাইগার বাহিনী। তবে শিরোপা না পেলেও বাংলাদেশ দলের প্রশংসা করে স্পেশাল বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এশিয়া কাপে বিশ্রামে ছিলেন ভারতীয় দলের এই নিয়মিত অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোহলি বাংলাদেশ দলকে কঠিন লড়াইয়ের জন্য অভিবাদন জানান। কোহলি টুইট করেন, 'গত রাতে কঠিন লড়াইয়ের পর জয়ী হওয়ায় সতীর্থদের অভিনন্দন। টানা সাতবারের মতো এশিয়া কাপ জেতা সহজ কথা নয়। বাংলাদেশকেও অভিনন্দন এমন জমজমাট লড়াইয়ের জন্য।'

অন্যদিকে বাংলাদেশকে টুপি খোলা অভিবাদন জানিয়েছেন মাশরাফিদের সবচেয়ে বড় সমালোচক সাবেক ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। তিনি বলেন, 'বাংলাদেশ, এত কাছে তবু কত দূরে! এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। আর গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াও এমন উজ্জীবিত লড়াই উপহার দেওয়ায় বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি।'

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ