আজকের শিরোনাম :

ফাইনালের টিকেট বেচে দিচ্ছেন পাকিস্তানি ভক্তরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১২

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে এমন ধারণা থেকে দুবাইতে যারা ফাইনাল ম্যাচের টিকেট কিনেছিলেন তাদের অনেকেই টিকেট বিক্রি করে দিচ্ছেন। স্থানীয় ক্লাসিফায়েড বিজ্ঞাপনের সাইটে তারা টিকেট বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম খিলজি টাইমস।
 
প্রতিবেদেন বলা হয়েছে, অনেকেই মূল দামের এক তৃতীয়াংশ ছাড় দিয়ে টিকেট বিক্রি করছেন আবার অনেকেই মূল দামেই ছাড়ছেন টিকেট। বিক্রির কারণ হিসেবে অনেকে বলছেন, জরুরি কাজে তাদের দুবাইয়ের বাইরে যেতে হবে। 

তবে যারা টিকেট বিক্রি করছেন তাদের অনেকেই পাকিস্তানি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। পাকিস্তানের সঙ্গেই ফাইনাল হবে বলে ভেবে টিকেট কিনলেও দেশটি বাংলাদেশের কাছে ৩৭ রানে হেরে যাওয়ার পর টিকেট বিক্রি করছেন তারা।

এক পাকিস্তানি ভক্ত পাঁচটি টিকেট কিনলে তার সমর্থিত দল ছিটকে পড়ায় তিনি মূল দামেই টিকেট বিক্রি করে দিচ্ছেন।

এক পাকিস্তানি ভক্ত বলেন, যেহেতু আমার দল ফাইনালে খেলছে না তাই এতটাকা খরচ করে খেলা দেখার কোনো মানেই হয় না। তিনি দুবাইয়ের মুদ্রায় ৫৫০ টাকায় এই টিকেট বিক্রি করেছেন। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ