আজকের শিরোনাম :

এশিয়া কাপ ফাইনাল: বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩২

আরেকটা এশিয়া কাপের ফাইনালের সামনে বাংলাদেশ। এশিয়া কাপের গত চার আসরের মধ্যে এ নিয়ে তৃতীয় ফাইনাল খেলছে বাংলাদেশ। ২০১২ সালের ফাইনালে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সেই ক্ষতময় দুই রানের হারে কাঁদতে হয়েছিল বাংলাদেশকে। আর গত আসরের ফাইনালে বাংলাদেশ হেরেছে ভারতের বিপক্ষে।

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল গতবারের এশিয়া কাপ। ফাইনালে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের তোলা ১২০ রান খুব সহজেই পেরিয়ে যায় ভারত। এশিয়ার দুই শক্তিশালী দেশের বিপক্ষে দুই ফাইনাল হারার ক্ষত নিয়ে আরেকটা এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ।

কাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। আগের দুই ফাইনালে পাওয়া ক্ষত কী শুকিয়ে নিতে পারবে মাশরাফি বিন মর্তুজার দল? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশিদের মনে তখন দলের সেরা দুই ক্রিকেটার ভুগছেন ইনজুরিতে।

তামিম ইকবাল কব্জির চোট নিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই ছিটকে গেছেন। ইনজুরি নিয়ে খেলতে থাকা সাকিব আল হাসানও খেলতে পারবেন না। পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা সাকিব-তামিমকে ছাড়াই খেলেছে বাংলাদেশ।

সাকিব-তামিমের অভার পূরণ করতে পারবেন তো অন্যরা? পারবেন কিনা সেটা কালই নিশ্চিত হওয়া যাবে। তার আগে চলুন আলোচনা করা যাক সাকিব-তামিমের জায়গায় খেলতে পারেন কে কে।

পাকিস্তানের বিপক্ষে তামিমের জায়গায় তরুণ ওপেনার সৌম্য সরকারকে খেলিয়েছিল বাংলাদেশ। সৌম্য সফল না হলেও তাকেই হয়তো দেখা যাবে ভারতের বিপক্ষে। কারণ ভারতের বিপক্ষে দারুণ কিছু ইনিংস আছে সৌম্যর। তাছাড়া অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত একেবারেই ফর্মে নেই। সাকিব আল হাসানের জায়গায় খেলানো হয়েছিল মমিনুল হককে।

মুমিনুলকে দেখা যেতে পারে ভারতের বিপক্ষে ফাইনালেও। তবে অলরাউন্ডার বাড়ানোর চিন্তায় অারিফুল ইসলামে নিয়ে মুমিনুলকে বাদও দিতে পারে বাংলাদেশ। পিচের কথা চিন্তা করে স্পিনার নাজমুল ইসলাম অপুর কথাও ভাবতে পারে দল। যদিও সেই সম্ভাবনাটা কম।

সব মিলিয়ে কাল ফাইনালে দুদলের একাদশ হতে পারে এমন:-

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা (অধিনায়ক), আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুববেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ