আজকের শিরোনাম :

মুশফিকের অর্ধশতকে এগুচ্ছে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪ | আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫২

দ্রুত ৩ উইডকেটের বিদায়ের পর মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের জুটিতে এগুচ্ছে বাংলাদেশ দল। এরই মধ্যে মুশফিক আদায় করেছেন ক্যারিয়ারের তম অর্ধশতক। আর তাদের এ জুটিতে এসছে ১০১ রান। 

এদিকে আজ টসে জিতে ব্যাট করতে নেমে ফাইনালে উঠার লড়াইয়ে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারলো না বাংলাদেশ। লম্বা সময় পর ওয়ানডে একাদশে জায়গা পেয়েও আস্থার প্রতিদান দিতে পারেননি অপেনার সৌম্য সরকার। জুনায়েদ খানের বলে ক্যাচ তোলার আগে ৫ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। 

মুমিনুলকে একাদশে রাখার ব্যাপারে নির্বাচকদের সিদ্ধান্তের একটা টানাপোড়েন ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সাকিবের ইনজুরি মুমিনুলকে একাদশে আসার সুযোগ করে দেয়। কিন্তু অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান দলকে চাপে ফেলে ৪ রান করে সাফিন আফ্রিদির বলে ফিরে গেছেন মুমিনুল। 

দলীয় ১২ রানে জুনায়েদ খানের বলটি লিটন দাসের স্ট্যাম্প ভেঙে দিলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫.৪ ওভারে ৩ উইকেটে ১২৫ রান। মুশফিক ব্যাট করছেন ৫২ রানে। আর মিঠুন ব্যাট করছেন ৪৪ রানে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ