আজকের শিরোনাম :

বিদেশি আগ্রহে গর্বিত স্প্যানিশ ফুটবল : লা লিগা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫

মাদ্রিদে লা লিগার সদর দপ্তারের দেয়ালে অনুপ্রেরণামূলক বাণী হিসেবে স্প্যানিশ ভাষায় লেখা আছে, ‘এলমন্ডো এস নুয়েস্ট্রো ক্যাম্পো ডি জুয়েগো’ অর্থাৎ ‘গোটা বিশ্ব আমাদের খেলার মাঠ’।

দেশটির জাতীয় এ খেলার সঙ্গে এ উক্তিটি উপযুক্ত উপাদান বলেই মনে হয়। লা লিগার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক পরিচালক অস্কার ময়ো এএফপিকে বলেন, ‘আমরা যদি প্রতিযোগিতামূলক এ খেলা অব্যাহত রাখতে পারি, তা হলে নিজেদের গোটা বিশ্বের জন্য উন্মুক্ত করে দিতে হবে।’

তবে অন্যরা এখনো এ বিষয়টির ওপর পুরোপুরো আস্থাশীল নয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) শুক্রবার লা লিগাকে সাফ জানিয়ে দিয়েছে, আগামী জানুয়ারিতে জিরোনা ও বার্সেলোনার মধ্যে লিগ ম্যাচ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আয়োজনের বিষয়কে তারা সমর্থন করে না। বিদেশের মাটিতে অংশগ্রহণের বিষয়ে লা লিগার ওই অনুরোধে ক্লাব দুটি সাড়া নিয়েছে, তবে দলের শীর্ষ তারকাদের সেখানে অংশগ্রহণের বিষয়ে সন্দেহ রয়েছে।

এদিকে, আরএফইএফ তাদের চিন্তার পরিবর্তন ঘটালেও পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য অনুমোদন নিতে হবে ইউএস সকার ফেডারেশনের। সেই সঙ্গে ইউরোপ ও উত্তর আমেরিকা অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা যথাক্রমে উয়েফা ও কঙ্কাকাফ-এর। একই সঙ্গে অনুমোদন পেতে হবে স্প্যানিশ স্পোর্টস কাউন্সিলের।

বার্সেলোনার কর্তা আর্নেস্টো ভালভার্দে ওই ম্যাচের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘এটি আমাদের লক্ষ্য। তবে এ জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’ তার পরও এ বিষয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং রিয়াল মাদ্রিদ কোচ জুলেন লোপেতেগুইর মধ্যেও।

তবে এতে দমে যেতে নারাজ লা লিগা। ময়ো বলেন, দুটি লাল দাগ রয়েছে, যেগুলো কোনোভাবেই অতিক্রম করা যাবে না, ‘এক মৌসুমে একটির বেশি ম্যাচ সেখানে আয়োজন করা হবে না। সেটি ক্লাসিকোও নয়।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলাধুলার সম্প্রসারণে তাদের সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি রয়েছে লা লিগার। অনেকেই মনে করছেন, এই মৌসুমেই যদি এই উদ্যোগটি বাধাগ্রস্ত হয়, তাহলে সেটি স্থগিত করতে হবে। বাতিল করা যাবে না। 

ময়ো বলেন, ‘এটি খেলা শুরুর সময় পরিবর্তনের মতো। তবে আপনি যদি কোন একটি সূচি নির্ধারণ করার পর সেটি পরিবর্তন করেন, তা হলে এর মাধ্যমে এগিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাবে। তবে আমরা এটিও জানি, অচিরেই আমরা এটি করবো। সময় গেলেও এ ব্যাপারে আমরা একমত হয়েছি, এটি একটি ভালো উদ্যোগ।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ