আজকের শিরোনাম :

রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের জয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬

জুভেন্টাসের জার্সিতে আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের প্রথমবারের মতো লাল কার্ড দেখেছিলেন রোনালদো। সেই হতাশা কাটিয়ে জুভিদের হয়ে পরের ম্যাচ খেলতে নেমে স্বরূপে দেখা গেছে এ গোলমেশিনকে। সিরি’আতে ফ্রোসিনোনের বিপক্ষে জুভেন্টাসের ২-০ জয়ে গোলের দেখা পেয়েছেন রোনালদো।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৮ম মিনিটে এগিয়ে যেতে পারত জুভেন্টাস। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর বাড়ানো ক্রস মানজুকিচ হেড করে নামিয়ে দেওয়ার পর রোনালদোর শট গোলরক্ষককের গ্লাভস ছুঁয়ে জালের দিকে যাচ্ছিল। শেষ মুহূর্তে গোললাইনের একটু ওপর থেকে ফেরান কাপুয়ানো।

১৬ মিনিটে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে রোনালদো শট নিলেও বল ঠিকানা খুঁজে পায়নি। ৪ মিনিট পর কাছের পোস্টে নেওয়া পর্তুগাল ফরোয়ার্ডের জোরালো শট ফিরিয়ে ফ্রোসিনোনের ত্রাতা গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা সেরি আর চ্যাম্পিয়নরা পাচ্ছিল না গোলের দেখা। ৫৮তম মিনিটে রোনালদোর আরেকটি প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৪ মিনিট পর রোনালদোর ব্যাক হিল ফিরিয়ে জুভেন্টাসের হতাশা আরও বাড়ান গোলরক্ষক।

৭০তম মিনিটে মানজুকিচের হেড ওপরের জাল কাঁপায়। হোঁচট খাওয়ার শঙ্কায় থাকা জুভেন্টাসকে ৮১তম মিনিটে বাঁ পায়ের শটে কাঙ্ক্ষিত গোল এনে দেন রোনালদো। মিরালেম পিয়ানিচের শট একজনের পায়ে লেগে পাওয়ার পর নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের ভুলে পেয়ে যাওয়া বল রোনালদো বাড়ান বাঁ দিকে থাকা পিয়ানিচকে। বসনিয়ার এই মিডফিল্ডারের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বের্নারদেস্কির নেওয়া শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের গ্লাভস হয়ে ঠিকানা খুঁজে পায়।

এ জয়ে ৫ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে সিরি’আতে গত সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিরি’আর আরেক সেরা ক্লাব নাপেলি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ