আজকের শিরোনাম :

জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৩৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৫

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে শোয়েব মালিকের হাফ সেঞ্চুরি এবং সরফরাজ আহমেদের দৃঢ়তায় ২৩৭ রান তুলেছে পাকিস্তান। আজকের ম্যাচেও প্রাথমিক বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ইনিংসের শুরুতেই ফিরে যান ওপেনিং ব্যাটসম্যান ইমামুল হক। দলীয় ২৪ রানে ইমামুলের বিদায়ের পর হাল ধরেন ফখর জামান। তবে তিনিও বেশিদূর এগোতে পারেনি। তার সংগ্রহ ৩১ রান। এর আগে বাবর আজম ব্যক্তিগত ৯ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

তবে প্রাথমিক সে বিপর্যয় সামলে দলকে এগিয়ে নিচ্ছেন শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ। শোয়েব মালিক ব্যক্তিগত ৭৮ রান করে ভুমরার বলে ধোনীর হাতে ক্যাচ দিয়ে আউট হন। সরফরাজ আহমেদ ব্যক্তিগত দ্বিতীয় সর্বেোচ্চ ৪৪ রান করেন। 

ভারতের পক্ষে ভুমরা, চাহাল এবং কুলদীপ যাদব ২টি করে উইকেট লাভ করেন। শেষ পর্যন্ত পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৭ রান করে। 

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ