আজকের শিরোনাম :

মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৫ | আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৭

আগের তিন ম্যাচের ধারাবাহিকতা যেন বজায় থাকলো আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও। টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে গেছেন দুই ব্যাটসম্যান।

টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত, রান পাননি মোহাম্মদ মিঠুনও। পরপর দুই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেছেন এ দুজন।

ইনিংসের পঞ্চম ওভারে আফতাব আলমের বলে রহমত শাহর হাতে ক্যাচ হন নাজমুল হোসেন শান্ত। ১৮ বল খেলে ছয় রান করেন তিনি। ষষ্ঠ ওভারে মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হন মোহাম্মদ মিথুন। দুই বল খেলে এক রান করেন তিনি।

এশিয়া কাপে রবিবার সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ২ উইকেটে ৭২ রান। 

সে চাপ কিছুটা সামলে উঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রান আউটে ফের বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ৯৭ রান।

এদিন লিটন কিছুটা চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত ৪১ রানে বিদায় প্রথম তিন ম্যাচে ফ্লপ এই ব্যাটসম্যান। সে চাপ আর সামলে উঠতে পারেনি মুশফিক-সাকিবরা।

এজন্যই তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে বিদায় নেন সাকিব। শেনওয়ারির ডাইরেক্ট হিট আনেন উইকেটে। এতেই বিদায় নেন সাকিব। এর ঠিক এক ওভার পরেই একই কায়দায় বিদায় নেন মুশফিক। সাকিব কোনো রান না করতে পারলেও শেষ পর্যন্ত মুশফিকের সংগ্রহ ৩৩ রান।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ঢুকেছেন ইমরুল কায়েস ও নাজমুল ইসলাম অপু। মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে ইমরুল কায়েসকে একাদশে রাখা হয়েছে। অন্যদিকে, রুবেল হোসেনের পরিবর্তে একাদশে রাখা হয়েছে নাজমুল ইসলাম অপুকে। এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে স্পিনার অপুর।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন ‍মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লাহ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসঘার আফগান (অধিনায়ক), মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, গুলবদিন নাইব, রশীদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ