আজকের শিরোনাম :

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ মিশন শুরু করবে জার্মানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০১৮, ১৭:৪১

ঢাকা, ১৭ মে, এবিনিউজ : আগামী ১৪ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। বিশ্বের অন্যতম সেরা এই ক্রীড়া ইভেন্ট শুরুর আগে র‌্যাঙ্কিং আপডেট করেছে ফিফা। র‌্যাঙ্কিংয়ে প্রথম ৪৭টি দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশেরও। ৩৩ পয়েন্ট নিয়ে আগের ১৯৭তম অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তৃতীয় অবস্থানে রয়েছে বেলজিয়াম।

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল রয়েছে চতুর্থ অবস্থানে। গত বিশ্বকাপের রানার আপ দল আর্জেন্টিনা রয়েছে পঞ্চম অবস্থানে। ষষ্ঠ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। ২০১৬ সালের ইউরো রানার আপ ফ্রান্স রয়েছে সপ্তম অবস্থানে। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল স্পেন রয়েছে অষ্টম অবস্থানে। নবম ও দশম অবস্থানে রয়েছে যথাক্রমে চিলি ও পোল্যান্ড।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ