আজকের শিরোনাম :

সৌম্য-ইমরুলের ব্যাপারে কিছ্ইু জানেন না মাশরাফি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দাবি করেছেন, সৌম্য সরকার এবং ইমরুল কায়েসকে দুবাই আনার ব্যাপারে তাকে আগে কিছু জানানো হয়নি। তিনি জানান, যে দু'জনকে আনা হচ্ছে তাদের বিষয়টা এখনো আমার কাছে পরিষ্কার না। 

বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল বাঁ-হাতের আঙুলে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন। তার জায়গায় শেষ দ্ইু ম্যাচে ওপেনে দেখা গেছে নবাগত নাজমুল হোসাইন শান্তকে। লিটন দাস এবং নাজমুল দু'জনই অনভিজ্ঞ ওপেনার। শেষ দুই ম্যাচে দলে সুযোগ পেয়ে ভালো করতে পারেননি কেউ। দু'জনের কেউই এখনো দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি।

আর তাই দলে যোগ দিতে শনিবার সন্ধ্যা সাতটার ফ্লাইটে দুবাই যাওয়ার কথা দুই বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার এবং ইমরুল কায়েসের। কিন্তু কোন যুক্তিতে এই দু'জনকে আনা হচ্ছে সেটা অজানা বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফির কাছে। 

রোববারই বাংলাদেশ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। যদি সৌম্য-ইমরুলের কেউ দলে সুযোগ পান তবে ভ্রমণ ক্লান্তি কাটিয়ে তারা আফগান বোলারদের খেলতে পারবেন কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন। এছাড়া সৌম্য সরকার এবং ইমরুল কায়েসকে ভালো পারফরমেন্স করতে না পারায় দলের বাইরে রাখা হয়। তারা এমন কি করেছেন যে তাদের দুর্বলতা তারা কাটিয়ে উঠেছে বলে মনে করছেন নির্বাচকরা। প্রশ্ন আছে সেটি নিয়েও। 

মাশরাফি বলেন, 'যে দু'জন আসছেন আমি তাদের বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না। আমাদের সঙ্গে আলাপ করে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি আমার কাছে এখনো অস্পষ্ট। তারা দলের বাইরে চলে ছিল ভালো পারফরমেন্স না করার কারণে। এখন আবার এই চাপের মুখে দলে যোগ করা হচ্ছে তাদের। তারা সমস্যা কাটিয়ে উঠতে এই সময়ের মধ্যে টেকটিক নিয়ে কি কাজ করেছে আমার অজানা। তারা যে সমস্যার কারণে দলের বাইরে ছিল সেটা কাটিয়ে উঠেছে কিনা জানি না। এই বিষয়গুলো এমন টুর্নামেন্টে বড় কারণ হয়ে দাঁড়ায়।' 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ