আজকের শিরোনাম :

প্রস্তুতি ম্যাচে রিয়ালের হোঁচট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১৮:৫৮ | আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯:০৫

প্রস্তুতিটা ভালো হলো না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের কাছে ২-১ গোলে হেরে শুরু হল দ্বিতীয়বারের মত মাদ্রিদের দায়িত্ব নেয়া কোচ আনচেলত্তির যাত্রা।

স্পেনের সেরা ক্লাবগুলোর একটি রিয়াল মাদ্রিদ।এ দলের দায়িত্ব নিতে মুখিয়ে থাকে বিশ্বসেরা কোচেরা। জিদানের বিদায়ের পর তাই চলছিলো জল্পনা-কল্পনা। সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয়বারের মত লস ব্লাঙ্কোদের কোচিংয়ের দায়িত্ব নিলেন কার্লো আনচেলত্তি। আনচেলত্তির অধীনে এ মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচটি ছিলো গ্লাসগোতে, রেঞ্জার্সের মাঠে। স্টিভেন জেরার্ডের দল আবার স্কটিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই দলে ছিলো ইসকো, মার্সেলো, রদ্রিগোরা। যদিও হ্যাজার্ড, বেনজেমারা ইউরো শেষে এখনো ফেরেনি দলে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। স্কট রাইট এর বাড়ানো ক্রস ক্লিয়ার করেন অদ্রিওজোলা। এ যাত্রায় বেচে যায় মাদ্রিদ। কাউন্টার এটাকে খেলতে থাকা রিয়াল গোল ম্যাচের ৮ মিনিটে পেয়ে যায় লিড। দারুন নৈপুন্যে ড্রিবল করে ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। তবে গোলে পেয়ে স্বস্তিতে ছিলোনা মার্সেলোরা। ম্যাচে ফিরতে মরিয়া রেঞ্জারের এটাকে দিশেহারা মাদ্রিদ ডিফেন্স। লুনিনের বেশ কিছু সেভে গোলমুখে ব্যর্থ জেরার্ডের দল।

বিরতি থেকে এসে আরো ধারালো রেনজার্স এটাক। যার সুবাদে ৫৪ মিনিটে পেয়ে যায় গোল। লুকাস ভাসকোয়েজের ভুলে বল পেয়ে যায় ফ্যাশন সাকালা। সোলো রানে বল জালে জড়িয়ে সমতা ফেরান এ গাম্বিয়ান ফরোয়ার্ড। এরপর চাপে থাকা মাদ্রিদ নাচোর লাল কার্ডে আরো খাদের কিনারায় পড়ে যায়। এরই সুযোগে লিড নিয়ে ফেলে রেনজার্স। স্কোরশিটে নাম লেখান আরেক ফরোয়ার্ড সেড্রিক ইটেন। ২-১ ম্যাচ জিতে নেয় স্কটিশ চ্যাম্পিয়নরা। আরেক প্রস্তুতি ম্যাচে ৮ আগস্ট এসি মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ