আজকের শিরোনাম :

এশিয়া কাপ শেষ তিন ভারতীয় ক্রিকেটারের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৩

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় কোমরে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ফলে এশিয়া কাপ শেষ হয়ে গেছে তার। শুধু পান্ডিয়াই নন,  চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল এবং ডানহাতি পেসার শার্দুল ঠাকুর।

এ তিন জনের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন দীপক চাহার, রবীন্দ্র জাদেজা এবং সিদ্ধার্থ কল।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হংকংয়ের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে কোমরের নীচে ডান দিকে ও কুঁচকিতে ব্যথা অনুভব করেন শার্দুল। তাঁর জায়গায় এসেছেন সিদ্ধার্থ। ২৮ বছর বয়সী পেসার গত জুনে টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে অভিষেক করেছেন। ইংল্যান্ডে দুটো একদিনের ম্যাচও খেলেছেন।

আর আক্সার বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের মধ্যমায় চোট পান। স্ক্যান করে দেখা যায় চিড় ধরেছে। ফলে, হঠাত্ই একদিনের দলে ডাক পেয়েছেন জাদেজা। দীর্ঘ দিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে কিছু দিন আগে সিরিজের পঞ্চম টেস্টে ব্যাটে-বলে সাফল্য পেয়েছেন তিনি। সাত উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৮৬ রানে অপরাজিত ছিলেন জাদেজা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ